বড় রান করলে জয় আসতে পারে, মত সৌরভের

সাফল্য আসতে দেরি হয়নি। অশ্বিনের একটা দুর্দান্ত অফব্রেক বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ইংল্যান্ড ওপেনার অ্যালেস্টেয়ার কুক। তার পরে একে একে আরও তিন উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান তিনি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৪:৪১
Share:

মিডউইকেট অঞ্চলে বিদ্যুৎগতিতে বল ধাওয়া করে স্টাম্পে নিখুঁত থ্রো কোহালির।রয়টার্স

ইংল্যান্ড ২৮৫-৯

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মাইকেল হাসি— অনেকেই বলেছিলেন, আর. অশ্বিনকে যেন প্রথম টেস্টের প্রথম একাদশে রাখা হয়। বিরাট কোহালি শুধু রাখলেনই না, দেখা গেল দিনের সাত নম্বর ওভারেই বল তুলে দিলেন এই অফস্পিনারের হাতে।

সাফল্য আসতে দেরি হয়নি। অশ্বিনের একটা দুর্দান্ত অফব্রেক বুঝতে না পেরে বোল্ড হয়ে যান ইংল্যান্ড ওপেনার অ্যালেস্টেয়ার কুক। তার পরে একে একে আরও তিন উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান তিনি। অশ্বিনের বোলিং নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দিনের শেষে টিভিতে বলেন, ‘‘বৈচিত্র ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বল করেছে অশ্বিন। একটা সময় মনে হচ্ছিল ব্যাটসম্যানরা ছোট্ট ভুল করলেই অশ্বিন সাফল্য পাবে।’’ প্রাক্তন ইংল্যান্ড স্পিনার গ্রেম সোয়ানও তাঁর প্রশংসা করে বলেন, ‘‘অশ্বিনের পাঁচ উইকেট পাওয়া উচিত। এক বারও ধৈর্য হারায়নি ও। ঠিক জায়গায় বলটা রেখে গিয়েছে সমানে। এতেই সাফল্য পেল।’’ অশ্বিনকে আগে বল করতে নিয়ে আসার সিদ্ধান্তকে অধিনায়কের সেরা চাল বলছেন সৌরভ। বলেন, ‘‘বিরাট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে দল গঠনে। বোলিং পরিবর্তনেও।’’

Advertisement

রুটকে ফিরিয়ে কোহালির পাল্টা জবাব, পাশে অশ্বিন। রয়টার্স

বুধবার, প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চের পরে দ্রুত দু’উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন মহম্মদ শামি। অশ্বিনের মতো এ দিন শামিও ছিলেন আলোচনার কেন্দ্রে। দ্বিতীয় স্পেলে ফিরে এসে যথেষ্ট ভাল বোলিং করেন তিনি। সিমে ফেলে বল মুভও করাচ্ছিলেন। সৌরভ খেলার শেষে টিভিতে বলেন, ‘‘শামি ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করেছে, ওর বোলিং দলের মধ্যে বাড়তি উৎসাহ এনে দেয়।’’ শামির বোলিং নিয়ে প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া টুইট করেন, ‘‘শামির হাত থেকে যখন বলটা বেরোয়, সিম একেবারে সোজা থাকে। এখানে ও ছন্দ খুঁজে পেয়েছে।’’ ম্যাচের ভবিষ্যৎ নিয়ে সৌরভ বলেন, ‘‘বড় রান করতে হবে ভারতকে। ইংল্যান্ড কিন্তু বিরাটের উইকেটের দিকেই তাকিয়ে থাকবে। ইংল্যান্ডের যেমন রুটের আউটের পরেই ছন্দপতন ঘটে। বিরাটের উইকেট ভারতকেও সমস্যায় ফেলে দিতে পারে।’’ তবে সোয়ান বলছেন, ‘‘অ্যান্ডারসন ভাল রিভার্স সুইং করালে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তখন ওকে সামলানো মুশকিল হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন