ডু অর ডাই ম্যাচের আগে সম্প্রীতির সুর দু’তরফেই

বিশ্বকাপে মেলবোর্নের সেই ম্যাচের পর থেকে দু’দল যখনই মুখোমুখি হয়েছে বেজেছে যুদ্ধের দামামা। তা সে এশিয়া কাপের ফাইনালই হোক বা গ্রুপ লিগের ম্যাচ। কিন্তু এ বারে ছবিটা যেন একটু আলাদা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ১১:২৯
Share:

ম্যাচের আগে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস। ছবি: পিটিআই।

বিশ্বকাপে মেলবোর্নের সেই ম্যাচের পর থেকে দু’দল যখনই মুখোমুখি হয়েছে বেজেছে যুদ্ধের দামামা। তা সে এশিয়া কাপের ফাইনালই হোক বা গ্রুপ লিগের ম্যাচ। কিন্তু এ বারে ছবিটা যেন একটু আলাদা।

Advertisement

বেঙ্গালুরুতে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দু’দল। দুই দলের কাছেই এই ম্যাচ ডু অর ডাই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে। অন্য দিকে, আজ না জিতলে সেমিফাইনালের দৌড়ে কার্যত ছিটকে যাবেন ধোনিরা। কিন্তু কোথায় যুদ্ধের দামামা? দু’দলের কাছেই এই মরণবাঁচন ম্যাচের আগে শোনা গেল সম্প্রীতিরই সুর। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশকে প্রশংসায় ভরিয়ে দিলেন আশিষ নেহরা। বললেন, “ওরা এশিয়া কাপের ফাইনাল খেলেছে। পাকিস্তান-শ্রীলঙ্কার মতো বড় দলকে হারিয়েছে। গত তিন চার বছর ধরে যে ভাবে ওরা খেলছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। চলতি সিরিজেও ওরা ভালই খেলছে। ভাগ্যের সামান্য সাহায্য পেলে পয়েন্ট টেবিলের উপরের দিকেই থাকত ওরা।” প্রতিপক্ষের প্রশংসা শোনা গেল মাশরফির গলাতেও। বাংলাদেশ অধিনায়কের মতে, “ভারতকে হারাতে হলে আমাদের আরো ভাল খেলতে হবে। আমরা ওদের ওয়ানডেতে হারালেও এখনও পর্যন্ত টি২০-তে হারাতে পারিনি।”

বাংলাদেশ যে কতটা বিপজ্জনক দল তা ধোনিদের মনে করিয়ে দিয়েছেন কপিল দেবও। সাকিবদের প্রশংসা করে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারের দাবি, “বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলছে। আমি নিশ্চিত আর বছর দু’য়েকের মধ্যে টি টোয়েন্টিতেও একটা অসাধারণ দল হয়ে উঠবে বাংলাদেশ। তবে এখনও যে কোনও দলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে ওরা। ধোনিদের সতর্ক হয়েই আজ মাঠে নামতে হবে।”

Advertisement

আরও পড়ুন:
আবেগ আর নয়, চাই পুরনো মাশরাফিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন