সফল: চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে রান পেলেন বিরাট কোহালি। ৯৩ বলে কোহালি করেন ৬৮।
শুরুতেই ধাক্কা খেলেও পরের দিকে তা সামলে নিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এসেক্সের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের শেষে ভারত ৩২২-৬। তবে একটা সময় পাঁচ রানে দু’উইকেট হারানোর পরে ৪৪ রানে তিন উইকেট হারান বিরাট কোহালিরা।
লাল বলের ক্রিকেটের তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান শিখর ধওয়ন (০), চেতেশ্বর পূজারা (১) ও অজিঙ্ক রাহানে (১৭) সবুজ উইকেটে পেসারদের ধাক্কা সামলাতে না পেরে শুরুতেই ফিরে যান। বিরাট (৬৮) এবং ওপেনার মুরলী বিজয় (৫৩) দলের হাল ধরেন। ৯০ রানের পার্টনারশিপ গড়ার পরে মাত্র চার ওভারের মধ্যে দু’জনেই ফিরে যান।
এর পরে দলের স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব নেন কে এল রাহুল (৫৮) ও দীনেশ কার্তিক (৮২)। দক্ষিণের জুটি ১১৪ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে আড়াইশো রানের গণ্ডী পার করিয়ে দেন।
ভারতকে চারশোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দীনেশ কার্তিক।
দিনের শেষে কার্তিক অপরাজিত রয়েছেন হার্দিক পাণ্ড্যকে সঙ্গে নিয়ে। পাণ্ড্য ৩৩ রানে অপরাজিত রয়েছেন। সামনেই কাউন্টির গুরুত্বপূর্ণ ম্যাচের কারণ দেখিয়ে ভারতের বিরুদ্ধে এসেক্স তাদের প্রধান ক্রিকেটারদেরই বিশ্রাম দিয়েছে। তবে ভারতীয় ব্যাটসম্যানরা এই ম্যাচে ভাল ব্যাটিং অনুশীলন পেয়ে গেলেন।
ছবি: টুইটার।