Australia

কঠিন মাটিতে প্রথম সাফল্যের স্বাদ, দেখুন বিরাটের পূর্বসূরিদের রেকর্ড

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিরিজ ড্র হলেও জয় আসেনি। সেই হিসেবে বিরাট কোহালির হাত ধরে ইতিহাসে ঢুকে পড়ল ভারত। এ বার দেখে নেওয়া যাক টেস্ট খেলিয়ে প্রথম সারির দলগুলোর বিরুদ্ধে প্রথম জয় এবং প্রথম সিরিজ জয় কবে এসেছিল ভারতের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৩:০৮
Share:
০১ ১৩

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিরিজ ড্র হলেও জয় আসেনি। সেই হিসেবে বিরাট কোহালির হাত ধরে ইতিহাসে ঢুকে পড়ল ভারত। এ বার দেখে নেওয়া যাক টেস্ট খেলিয়ে প্রথম সারির দলগুলোর বিরুদ্ধে প্রথম জয় এবং প্রথম সিরিজ জয় কবে এসেছিল ভারতের।

০২ ১৩

ওয়েস্ট ইন্ডিজ: ১৯৭১-এ পাঁচ ম্যাচের সিরিজ। অজিত ওয়াড়েকরের নেতৃত্বে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে জয় আসে সাত উইকেটে। সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রথম টেস্ট জয়।

Advertisement
০৩ ১৩

ওয়েস্ট ইন্ডিজ: পাঁচ ম্যাচের সিরিজে বাকি কোনওটারই ফয়সালা হয়নি। স্বাভাবিক ভাবেই সিরিজ জেতে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেটাই প্রথম টেস্ট সিরিজ জয়।

০৪ ১৩

নিউজিল্যান্ড: ১৯৬৮। নিউজিল্যান্ডে ভারতের প্রথম সফর। অধিনায়ক মনসুর আলি খান পটৌদির নেতৃত্বে প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয় আসে। কিউইদের মাঠে সেটাই ছিল প্রথম টেস্ট জয়।

০৫ ১৩

নিউজিল্যান্ড: চার ম্যাচের সিরিজে ৩-১ সিরিজ জেতে ভারত। সেটাই প্রথম ওই দেশে টেস্ট সিরিজ জয়। এর পর ২০০৯ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে দ্বিতীয় বার সিরিজ জয় আসে।

০৬ ১৩

ইংল্যান্ড: ১৯৭১-এ অজিত ওয়াড়েকরের নেতৃত্বে ইংল্যান্ডের কিংসটন ওভালে প্রথম টেস্ট জয় আসে। চার উইকেটে সেই ম্যাচ জিতেছিলেন গাওস্কররা।

০৭ ১৩

ইংল্যান্ড: তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টি ড্র হয়েছিল। স্বাভাবিক ভাবেই ইংল্যান্ডের মাঠে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। পরবর্তীতে সে দেশে দু’বার সিরিজ জিতেছে ভারত। ১৯৮৬-এ কপিল দেবের নেতৃত্বে এবং ২০০৭-এ রাহুল দ্রাবিড়ের নেতৃত্ব।

০৮ ১৩

অস্ট্রেলিয়া: প্রথম বার অজিদের মাঠে জয় এসেছিল ১৯৭৭-’৭৮-এ। সিরিজের তৃতীয় ম্যাচে ২২২ রানে জেতে বিষেণ সিংহ বেদীর ভারত। যদিও সিরিজ ৩-২-এ হেরে যায় তারা।

০৯ ১৩

অস্ট্রেলিয়া: সদ্য সমাপ্ত সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাঠে কোনও টেস্ট সিরিজে জয় আসেনি ভারতের। ঐতিহাসিক রেকর্ড গড়লেন বিরাট কোহালি।

১০ ১৩

শ্রীলঙ্কা: ১৯৯৩ সালে তিন ম্যাচের সিরিজ জেতে ভারত। সিরিজের এক দ্বিতীয় ম্যাচটি ২৩৫ রানে জিতেছিল তারা। বাকি দু’টি ম্যাচ ড্র হয়। সেটাই ছিল শ্রীলঙ্কার মাঠে প্রথম টেস্ট এবং সিরিজ জয়।

১১ ১৩

পাকিস্তান: পাকিস্তানের মুলতানে প্রথম টেস্ট ইনিংস এবং ৫২ রানে জেতে ভারত। সালটা ছিল ২০০৪। বীরেন্দ্র সহবাগের ত্রিশত রানের ইনিংস ভারতের জয় এনে দেয়।

১২ ১৩

পাকিস্তান: রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত ৩-১-এ সিরিজ জিতেছিল সে বার। পাকিস্তানের মাটিতে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।

১৩ ১৩

দক্ষিণ আফ্রিকা: সালটা ২০০৬। অধিনায়ক রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে জো’বার্গে ১২৩ রানে টেস্ট জেতে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট জয়। যদিও সে দেশে এখনও পর্যন্ত কোনও সিরিজ জিততে পারেনি ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement