স্মিথদের তিনশোয় থামাতে চায় ভারত

সিরিজের প্রথম তিন ইনিংসে ভারতীয় ব্যাটিং ধসে গিয়েছে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে। সিরিজ শুরুর আগে যে ব্যাপারটা ভাবাই যায়নি। কী সমস্যা হল ভারতীয় ব্যাটিংয়ের?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৪:০৫
Share:

দিনের দুই নায়ক এবং বিধ্বস্ত অধিনায়ক।ছবি:রয়টার্স

সিরিজের প্রথম তিন ইনিংসে ভারতীয় ব্যাটিং ধসে গিয়েছে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে। সিরিজ শুরুর আগে যে ব্যাপারটা ভাবাই যায়নি। কী সমস্যা হল ভারতীয় ব্যাটিংয়ের?

Advertisement

চেতেশ্বর পূজারা মনে করছেন, চিন্তিত হওয়ার কিছু হয়নি। রবিবার সাংবাদিক সম্মেলনে এসে পূজারা বলে যান, ‘‘আমাদের ব্যাটিং লাইন-আপের কোনও সমস্যা নেই। শেষ তিনটে ইনিংস বাদ দিলে আমরা স্পিনের বিরুদ্ধে সফল হয়ে এসেছি। দ্বিতীয় ইনিংসে আমাদের গেমপ্ল্যান আরও ভাল হবে। আমরা আত্মবিশ্বাসী, দ্বিতীয় ইনিংসে ভাল করব।’’

অস্ট্রেলিয়া তো ইতিমধ্যেই আপনাদের চেয়ে ৪৮ রানে এগিয়ে গিয়েছে। হাতে চার উইকেট। এই অবস্থায় ফিরে আসতে পারবেন? পূজারা যথেষ্ট আশাবাদী। বলছেন, ‘‘চিন্তার কিছু নেই। আমরা ম্যাচ থেকে হারিয়ে যাইনি। বোলাররা যথেষ্ট ভাল বল করেছে। যদিও ফাস্ট বোলারদের অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু স্পিনাররা খুব ভাল বল করল। ওদের রান রেটের দিকে তাকিয়ে দেখুন। সে রকম রান তুলতে পারল কোথায়? এটা এক দিক দিয়ে আমাদেরই জয়।’’

Advertisement

এক দিকে পূজারার দাবি করছেন, ভারতের স্পিনাররা ভাল বল করেছেন। অন্য দিকে অস্ট্রেলীয় ওপেনার ম্যাট রেনশ বলে যান, অশ্বিনের স্ট্র্যাটেজি তাঁদের অনেক সুবিধা করে দিয়েছে। ‘‘অশ্বিন ওভার দ্য উইকেটে বল করায় আমাদেরই ভাল হয়েছে। আমরা পরিষ্কার বুঝে যাই, ও কী করতে চাইছে। সেই অনুযায়ী ওকে সামলানোর রাস্তায় গিয়েছি,’’ সাংবাদিক সম্মেলনে বলেন রেনশ।

তৃতীয় দিনের শুরুতে অস্ট্রেলীয় স্ট্র্যাটেজি হবে যত বেশি সম্ভব রান তোলা। আর ভারতের লক্ষ্যটা কী? পরিষ্কার করে দিচ্ছেন পূজারা, ‘‘আমরা ওদের তিনশো রানের মধ্যে আটকে রাখতে চাই। আমাদের বোলারদের নিখুঁত লাইন ও লেংথ বজায় রেখে বল করতে হবে।’’ যোগ করলেন, ‘‘কালকের জন্য আমাদের অন্য পরিকল্পনা আছে। আমাদের বোলাররা যে রকম বোলিং করেছে, সে রকম চালিয়ে গেলে আর ৩০-৪০ রানের মধ্যে ওদের ফেলে দেওয়া যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement