Sport Gallry

অজিদের বিরুদ্ধে সিরিজ জিততে কে বাজিমাত করবেন? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়েও টানা দু’টো হার হজম করতে হয়েছে বিরাট কোহালির বাহিনীকে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় সিরিজের শেষ ম্যাচে এ বার বদলার লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। বুধবারের ম্যাচে কারা থাকতে পারেন প্রথম একাদশে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৯:৩৮
Share:
০১ ১২

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়েও টানা দু’টো হার হজম করতে হয়েছে বিরাট কোহালির বাহিনীকে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় সিরিজের শেষ ম্যাচে এ বার বদলার লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। বুধবারের ম্যাচে কারা থাকতে পারেন প্রথম একাদশে?

০২ ১২

বিশ্বকাপের ঠিক আগেই সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন শিখর ধওয়ন। মোহালিতে চতুর্থ ওয়ান ডে-তে শিখরের ব্যাট থেকে এসেছে তাঁর কেরিয়ার-সেরা ১৪৩ রান। সিরিজ ছিনিয়ে নিতে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা ধওয়ন দলে তাই এক প্রকার নিশ্চিত।

Advertisement
০৩ ১২

শিখরের মতোই পঞ্চম ওয়ান ডে-তে ওপেনিং স্লটে থাকছেন রোহিত শর্মা। মোহালির উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়েছিল রোহিত-শিখর যুগলবন্দি। রবিবার মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে যায় রোহিতের। বুধবারের ম্যাচে তাই রোহিতের ব্যাট থেকে বড় রানের আশা করতেই পারেন দর্শকেরা।

০৪ ১২

বিশ্বকাপের ঠিক আগে ওয়ান ডে-তে নিজেকে প্রমাণ করার সোনার সুযোগ কে এল রাহুলের কাছে। ওয়ান ডে-তে তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ স্লটে নামলেও ভারতীয় দলে নিজের জায়গাটা এখনও পাকা করে উঠতে পারেননি তিনি। তবে কোটলায় তিন নম্বর স্লটে ফের দেখা যেতে পারে রাহুলকেই।

০৫ ১২

এই সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহালি। গত চার ম্যাচে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ২টি সেঞ্চুরি। তবে কোটলার পাটা পিচে কোহালি তিনে নামবেন না চারে, তা নিয়েই চলছে জল্পনা। অজিদের কাছে থেকে সিরিজ ছিনিয়ে নিতে কে এল রাহুলকে সরিয়ে তিন নম্বরে দেখা যেতেই পারে ক্যাপ্টেন কোহালিকে।

০৬ ১২

মোহালিতে ভারতের হারের জন্য অনেক দর্শকই উইকেটকিপার ঋষভ পন্থকে কাঠগড়ায় তুলেছেন। হবে না-ই বা কেন? যুজবেন্দ্র চহালের বলে অস্ট্রেলিয়ার অ্যাশটন টার্নারকে স্টাম্পিং করার সহজ সুযোগ নষ্ট করেছেন যে! এমএস ধোনি থাকলে হয়তো টার্নারের উইকেট এসে যেত, এমন বলেছেন অনেকে। কোটলায় তাই ব্যাটের পাশাপাশি গ্লাভস হাতেও জ্বলে উঠতে চান ঋষভ।

০৭ ১২

বুধবারের ম্যাচে পুরো শক্তির দল নিয়েই নামতে চায় ভারত। মিডল অর্ডারে তাই দেখা যেতে পারে কেদার যাদবকে। ব্যাটে তো বটেই, সিরিজের শেষ ম্যাচে বল হাতেও টিম ইন্ডিয়ার বড় বাজি হতে পারেন কেদার।

০৮ ১২

মোহালি ম্যাচের হারের স্মৃতি ভুলে যেতে বড় ভূমিকা নিতে পারেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। রবিবারের ম্যাচে ১৫ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। ওই ম্যাচে বোলার বিজয়ের থেকে কোনও উইকেট না এলেও ৫ ওভারে ২৯ রান খরচ করেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও দলে থাকতে পারেন বিজয়।

০৯ ১২

চতুর্থ ওয়ান ডে-তে সাড়ে তিনশোর উপরে রান তুলেও ম্যাচ হারার পিছনে বোলারদেরই দুষছেন অনেকে। স্পিনারদের পাশাপাশি দাগ কাটতে পারেননি ভুবনেশ্বর কুমারও। ৯ ওভারে মাত্র ১ উইকেট নিয়েছেন। তবে অজি ইনিংসের ৪৭তম ওভারে ভারতীয় ফিল্ডাররা ২টো ক্যাচ ধরলে ম্যাচের রং বদলে যেত। কোটলায় তাই দলে থেকে যেতে পারেন ভুবি।

১০ ১২

কোটলায় অজিদের হারাতে ভারতের অন্যতম বড় ভরসা হতে পারেন কুলদীপ যাদব। সম্প্রতি প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেডেনের প্রশংসাও আদায় করে নিয়েছেন। মোহালিতে এক সময় গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। সিরিজ ছিনিয়ে নিতে তাই কুলদীপের রিস্ট স্পিনের উপরেও বাজি রাখছেন অনেকে।

১১ ১২

চতুর্থ ওয়ান ডে-তে ৮০ রান খরচ করে ১ উইকেট। একেবারে সাদামাটা যুজবেন্দ্র চহালের ফর্ম। তবে সমালোচকদের তিরে বিদ্ধ হলেও তাঁর সমর্থনে মুখ খুলেছেন মুথাইয়া মুরলীধরনের মতো কিংবদন্তি। কোটলার পাটা উইকেটে অজিদের আটকাতে অবশ্য চহালের উপরে ভরসা রাখতে পারে টিম ইন্ডিয়া।

১২ ১২

বল হাতে তো কামাল করেন। মোহালিতে ব্যাট করতে নেমেও চমক দিলেন যশপ্রীত বুমরা। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ছয় হাঁকালেন তিনি। সিরিজ জিততে বুমরার কাছ থেকে এ রকম আরও অনেক চমকের আশাই করছেন ভারতীয় দর্শকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement