India vs England 2021

জুজু পিচ? ভুল পরিকল্পনা? মোতেরায় ব্যাটসম্যানদের ঘাতক কে? বিশ্লেষণে সম্বরণ বন্দ্যোপাধ্যায়

ইংল্যান্ড দলের প্রথম ইনিংস শেষ হয় ১১২ রানে। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় স্পিনারদের সামনে আত্মসমর্পণ করতে দেখা যায় জো রুটদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:০২
Share:

২ দলের এই ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়।

ভারত বনাম ইংল্যান্ডের গোলাপি বলের টেস্টে প্রথম দিন পড়েছিল ১২টি উইকেট। দ্বিতীয় দিন ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৪৫ রানে। রোহিত শর্মা ছাড়া ব্যাট হাতে কোনও ভারতীয় ব্যাটসম্যানকেই স্বচ্ছন্দ দেখায়নি। ইংল্যান্ড দলের প্রথম ইনিংস শেষ হয় ১১২ রানে। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় স্পিনারদের সামনে আত্মসমর্পণ করতে দেখা যায় জো রুটদের। ২ দলের এই ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ডাবল ইঞ্জিন পিচ

বাংলার রঞ্জিজয়ী অধিনায়কের মতে, ‘‘পিচে পড়ার পর বল কোন দিকে ঘুরবে বলা মুশকিল। ব্যাটসম্যানদের সেই কারণে বেশ অসুবিধা হয়েছে খেলতে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছেন, ৩ জন বোল্ড। বল বুঝতে যে অসুবিধা হয়েছে সাহেবদের, তা বলাই যায়। ভারতের ইনিংসেও ৪ ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছে, বোল্ড হয়েছে ২ জন। ভারতীয় ব্যাটসম্যানদেরকেও ভুগতে হয়েছে এমন পিচের জন্য।’’

Advertisement

গোলাপি বল রহস্য

গোলাপি বল মানেই ছিল পেসারদের হাতে চাঁদ পাওয়া। মোতেরা কিন্তু দেখাচ্ছে অন্য ছবি। সম্বরণ বলেন, “গোলাপি বল গ্রিপ করতে সুবিধা হয় স্পিনারদের, যার ফলে অশ্বিনরা বাড়তি সুবিধা পেয়েছে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১০টি উইকেটই পেয়েছেন ভারতীয় স্পিনাররা। শিশির পড়লেও বল ধরতে সমস্যা হচ্ছে না বোলারদের।’’

ভুল দল নির্বাচন

মোতেরায় ইংল্যান্ড নেমেছিল ৩ পেসার এবং ১ জন স্পিনার নিয়ে। ভারতীয় ইনিংসে ধস যদিও নামালেন অনিয়মিত স্পিনার রুট। ৫ উইকেট নিলেন তিনি। বাংলার প্রাক্তন উইকেটরক্ষক সম্বরণ বলেন, “পিচ বুঝতেই পারেনি সাহেবরা। গোলাপি বলের টেস্ট দেখে স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন এবং জফ্রা আর্চারকে নিয়ে নেমেছিল ইংল্যান্ড।” পিচ অনুযায়ী দল নামিয়েই বাজিমাত ভারতের, এমনই মত সম্বরণের।

ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা

জো রুট ছাড়া ভারতীয় পিচে স্পিন খেলার মতো ব্যাটসম্যান ইংল্যান্ড দলে খুঁজে পাচ্ছেন না সম্বরণ। তাঁর মতে, ‘‘প্যাভিলিয়ন থেকেই আউট হয়ে ব্যাট করতে নামছে ইংরেজ ব্যাটসম্যানরা।’’ ২ ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ১৯ টি উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররা।

ভারতীয় স্পিনারদের সাফল্য

পিচ এবং বলের সাহায্য স্পিনাররা পাচ্ছেন যেমন স্পষ্ট, তেমনই স্পষ্ট অশ্বিনদের আধিপত্য। অভিজ্ঞ স্পিনার অশ্বিন এ দিনের ম্যাচে ৪০০ উইকেট পেয়েছেন। অক্ষর পটেল পর পর ৩ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। সম্বরণের মতে, ‘‘ভারতীয় স্পিনাররা দারুণ ছন্দে রয়েছে। ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ের পিছনে কাজ করেছে এটাও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন