India vs England 2021

India vs England 2021: টানটান ম্যাচে ভরসা রোহিত-পূজারা, টেস্ট জিততে কোহলীর ভারতের দরকার ১৫৭ রান

চতুর্থ দিন সকাল থেকে নতুন বলে ভারতীয় জোরে বোলাররা দাপট দেখাতে শুরু করেছিল। জো রুট একাই একশ। থামলেন ১০৯ রানে। ৩০৩ রানে অল আউট হলেও ২০৮ রানের লিড পেল ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৫:১৭
Share:

সিরিজে এগিয়ে যেতে গোটা ভারতের নজর রোহিত ও পূজারার ব্যাটের দিকে। ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২৩:৩৯ key status

জমে উঠেছে প্রথম টেস্ট, ভারতের দরকার ১৫৭, ইংল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট

রাহুল ২৬ রানে আউট হলেও দিনের শেষে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১২) ও চেতেশ্বর পূজারা (১২)। ১ উইকেটে ৫২ রান তুলে সাজঘরে ফিরে গেলেন দুই ব্যাটসম্যান। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২৩:১৫ key status

শেষ বেলায় ধাক্কা খেল ভারত, রাহুল আউট

প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রড খালি হাতে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন। কেএল রাহুল ফিরলেন ২৬ রানে। ৩৪ রানে ১ উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

Advertisement
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:৫৩ key status

শেষ বেলায় উইকেট হারাতে রাজি নয় ভারত

৬ ওভারের শেষে ভারতের রান ১৯। ক্রিজে রয়েছেন রোহিত ও রাহুল। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:২৬ key status

রান তাড়া করতে নামল ভারত

প্রথম টেস্টে জিততে মরিয়া ভারত। ক্রিজে নেমে পড়লেন রোহিত শর্মা ও কেএল রাহুল। নতুন বল হাতে ফের সামনে জেমস অ্যান্ডারসন। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:২৩ key status

দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে অল আউট ইংল্যান্ড, জমে উঠছে ম্যাচ

জো রুটের ১০৯, স্যাম কারেনের ৩২ ও জনি বেয়ারস্টোর ৩০ রানের সৌজন্যে ৩০৩ রানে থামল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। বুমরা ৬৪ রানে ৫ উইকেট নিলেন। সিরাজ ও শার্দূল নিয়েছেন দুটি করে উইকেট। প্রথম টেস্ট জিততে হলে ভারতের লক্ষ্য ২০৯ রান। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:০৭ key status

বুমরার হ্যাটট্রিক হল না

স্যাম কারেন ও ব্রডকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন বুমরা। তবে জেমস অ্যান্ডারসন হ্যাটট্রিক হতে দিলেন না। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:০৪ key status

বুম বুম বুমরা এ বার ফেরালেন ব্রডকে

২৭৫ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৬৩ রানে ৫ উইকেট নিলেন বুমরা। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২২:০১ key status

স্যাম কারেন ফিরলেন

২৯৫ রাালনে ৮ উইকেট হারাল ইংল্যান্ড। ২০০ রানের লিড পেল জো রুটের দল। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২১:৪৬ key status

রুট আউট, বড় সাফল্য ভারতের

১৭২ বলে ১০৯ রান করে বুমরার বলে সাজঘরে ফিরলেন জো রুট। ২৭৪ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২১:১৭ key status

দারুণ লড়ে রুটের শতরান

একের পর এক উইকেট হারালেও জো রুট হার মানছেন না। মেজাজের সঙ্গে টেস্টে কেরিয়ারের ২১তম শতরান পূরণ করলেন ইংরেজ অধিনায়ক। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২০:৫৭ key status

তৃতীয় সেশনের শুরুতেই বাটলার আউট

চা পানের বিরতির পর খেলা শুরু হতেই নিখুঁত অফ কাটারে জস বাটলারের অফ স্টাম্প উড়িয়ে দিলেন শার্দূল ঠাকুর। ২৩৭ রানে ৬ হারাল ইংল্যান্ড।  

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২০:৩৫ key status

১৪০ রানের লিড নিয়ে ফেললো ইংল্যান্ড

চা পানের বিরতিতে যাওয়ার আগে রুট ৯৬ রানে অপরাজিত রয়েছেন। জস বাটলার ১৫ রানে ক্রিজে রয়েছেন। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ২০:০৫ key status

এ বার জুটি ভাঙলেন শার্দূল ঠাকুর

পঞ্চম উইকেটে জো রুটের সঙ্গে ৩৪ রান যোগ করার পর ফিরলেন ড্যান লরেন্স। ২১১ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড। লিড ১১৬ রানের। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৯:৪৫ key status

চার উইকেট হারাল ইংল্যান্ড

ফের জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। এই ডানহাতি জোরে বোলারের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে রবীন্দ্র জাডেজার হাতে ক্যাচ দিয়ে বসলেন জনি বেয়ারস্টো। ফিরলেন ব্যক্তিগত ৩০ রানে। ১৭৭ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৯:২০ key status

ব্যাট হাতে লড়ছেন জো রুট

৫৫ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১৭১ রান তুললো। রুট ৮১ ও জনি বেয়ারস্টো ২৬ রানে ব্যাট করছেন। ৭৬ রানে এগিয়ে ইংরেজরা।  

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৮:৪১ key status

আবার উইকেট পেলেন যশপ্রীত বুমরা

লাঞ্চের পরেই ফিরলেন ডম সিবলি (২৮)। বুমরার বাইরে যাওয়া বলে খোঁচা দিতেই ক্যাচ লুফে নিলেন পন্থ। ১৩৫ রানে ৩ উইকেট হারাল ইংরেজরা। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:৩৬ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে লড়ছে ইংল্যান্ড

৪৬ রানে ২ উইকেট হারালেও দ্বিতীয় ইনিংসে ফের লড়ছেন জো রুট। লাঞ্চে যাওয়ার আগে ৫৬ রানে অপরাজিত রুট। ডম সিবলি ২৭ রানে ব্যাট করছেন। ২৪ রানে এগিয়ে ইংল্যান্ড। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:২২ key status

ফের একবার রুটের ব্যাটে ভর এগোচ্ছে ইংল্যান্ড

লিড পেয়ে গেল ইংল্যান্ড। জো রুট ৪৭ ও ডম সিবলি ২৬ রানে ক্রিজে আছেন। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৭:০৯ key status

আবার বাঁচলেন রুট

বুমরার বলে বেঁচে যাওয়ার পর এ বার রবীন্দ্র জাডেজার বলে জীবন ফিরে পেলেন ইংল্যান্ডের অধিনায়ক। ডিআরএস নিলেও সেই রায় রুটের পক্ষে যায়। ফলে রিভিউ নষ্ট করল ভারত। 

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ১৬:৫৭ key status

জো রুটের সৌজন্যে লড়ছে ইংল্যান্ড

৩০ ওভারের শেষে ২ উইকেট ৮৮ রান তুলে নিল ইংল্যান্ড। জো রুট ৩৪ ও ডম সিবলি ২৩ রানে ক্রিজে আছেন। মাত্র ৭ রানে এগিয়ে ভারত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement