MS Dhoni

৩৩৪ ওয়ানডে খেলে ফেললেন ধোনি, সচিন-দ্রাবিড়ের পরেই তিনি

দেশের হয়ে সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ৪৬৩ ওয়ানডে খেলেছিলেন। দুইয়ে আছেন রাহুল দ্রাবিড় (৩৪০ ওয়ানডে)। ধোনি মোট ৩৩৪ ওয়ানডে খেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মাউন্ট মাউনগানুই শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৪:১৭
Share:

আজহারের সঙ্গে যুগ্ম ভাবে তিনে থাকলেন ধোনি। ছবি:এএফপি।

শনিবার বে ওভালে ৩৩৪তম ওয়ানডে ম্যাচে খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বাধিক। মহম্মদ আজহারউদ্দিনও সমসংখ্যক একদিনের ম্যাচে খেলেছিলেন। ফলে, ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় আজহারের সঙ্গে ধোনি যুগ্ম ভাবে থাকলেন তিনে।

Advertisement

দেশের হয়ে সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ৪৬৩ ওয়ানডে খেলেছিলেন। দুইয়ে আছেন রাহুল দ্রাবিড় (৩৪০ ওয়ানডে)। মজার হল, ধোনি মোট ৩৩৪ ওয়ানডে খেললেও এর মধ্যে তিনটি ম্যাচ তিনি খেলেছিলেন এশিয়া একাদশের হয়ে।

২০১৮ সালে একটাও পঞ্চাশ আসেনি ধোনির ব্যাটে। কিন্তু, ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজে তিন ম্যাচেই পঞ্চাশ আসে তাঁর ব্যাটে। নিউজিল্যান্ডেও শনিবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৭ বছর বয়সী ডেথ ওভারে তোলেন ঝড়। তাঁর দাপটেই ৩৩৪ রানে পৌঁছয় ভারত।

Advertisement

আরও পড়ুন: খোঁচা দিয়েও ক্রিজে থাকলেন পূজারা, সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়​

আরও পড়ুন: রোহিত, শিখরের দাপটে বে ওভালে ৩২৪ রান তুলল ভারত

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন