Rohit Sharma

কাল কেরিয়ারের ২০০তম ওয়ানডে, রোহিত কি স্মরণীয় করে রাখবেন?

শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও রোহিতের রেকর্ড ঈর্ষণীয়। আট একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন সাতটিতে। গত বছর মুম্বইকরের নেতৃত্বে ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

হ্যামিলটন শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ১৪:২৭
Share:

কেরিয়ারের ২০০তম একদিনের ম্যাচে ভারতের নেতৃত্বে রোহিতই। ছবি সংগৃহীত।

ওয়ানডে কেরিয়ারের এর মধ্যেই বার তিনেক ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন রোহিত শর্মা। বৃহস্পতিবার একদিনের ক্রিকেটের কেরিয়ারে আরও দু’শোর সামনে তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটে ২০০তম আন্তর্জাতিক ম্যাচে নামতে চলেছেন তিনি।

Advertisement

রোহিত অবশ্য কেরিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে নিছক ওপেনার নন। বিরাট কোহালিকে বিশ্রাম দেওয়ায় তিনিই টস করতে যাবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে। ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলবেন তিনি। এর আগে বিশ্বের ৭৯জন ক্রিকেটার ২০০ ওয়ানডে খেলেছেন। রোহিত হতে চলেছেন ৮০তম ক্রিকেটার। এই তালিকায় সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর (৪৬৩ ওয়ানডে)। রোহিতের সতীর্থদের মধ্যে এই কৃতিত্ব রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি (৩৩৪) ও বিরাট কোহালির (২২২)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০০৭ সালে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে রোহিতের। ২০১২ পর্যন্ত তেমন সফল ছিলেন না তিনি। ৮৬ ম্যাচে ৩০.৪৩ গড়ে করেছিলেন ১৯৭৮ রান। যার মধ্যে ছিল দুটো সেঞ্চুরি। তখন তিনি নামতেন মিডল অর্ডারে। ২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তাঁকে ওপেন করার কথা বলেন। আর সেই সিদ্ধান্তই পাল্টে দেয় রোহিতের কেরিয়ার। তখন থেকে ১১৩ ম্যাচে ৬০ গড়ে ৫৮২১ রান করেছেন রোহিত।

Advertisement

আরও পড়ুন: শোয়েব আখতারকে একহাত নিলেন সরফরাজ, পোস্ট করলেন ভিডিয়ো

আরও পড়ুন: বিরাটের জায়গায় তিন নম্বরে শুভমনকে চাইছেন গাওস্কর

যার মধ্যে ২০ সেঞ্চুরিও রয়েছে। লক্ষ্যণীয় হল, এর মধ্যে তিনটি আবার দ্বিশতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে ২৬৪ রানের ইনিংস এই ফরম্যাটে সর্বাধিক স্কোর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯, শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০৮ রানের ইনিংসও খেলেছেন তিনি। কিছুদিন আগে রোহিত স্বীকারও করেছিলেন যে, একদিনের ক্রিকেটে ওপেন করার সিদ্ধান্ত বদলে দিয়েছিল তাঁর কেরিয়ার।

শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও রোহিতের রেকর্ড ঈর্ষণীয়। আট একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন সাতটিতে। গত বছর মুম্বইকরের নেতৃত্বে ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। এই আট ম্যাচে ১০৬.৮ গড়ে রান করেছেন রোহিত। যার মধ্যে দুটো সেঞ্চুরিও রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তিন ম্যাচে দুটো পঞ্চাশ সহ ১৬০ রান করেছেন তিনি। হ্যামিলটনে তাঁ ব্যাটে তিন অঙ্কের রান দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন