ICC World Test Championship

WTC Final 2021: বিশ্বকাপ ফাইনালের বাবা এই টেস্ট চ্যাম্পিয়নশিপ, এমনই মত রবি শাস্ত্রীর

ফাইনালের রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ওপর ভরসা রাখছেন শাস্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

সাদাম্পটন শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৭:৪০
Share:

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শাস্ত্রী। —ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সমস্ত বিশ্বকাপ ফাইনালের বাবা বললেন রবি শাস্ত্রী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে নামার আগে এমনই মন্তব্য করলেন ভারতীয় প্রশিক্ষক।

Advertisement

১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শাস্ত্রী। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপের বাবা এটা। নিজে ১৯৮৩ সালে বিশ্বকাপ খেলেছি। এটা সব কিছুর থেকে বড়। কঠিন খেলা, এখানে জেতার আনন্দটাই আলাদা। অনেক ক্রিকেটার আছে যারা বিশ্বকাপ জেতেনি। এই ফাইনালে খেলা তাদের কাছে বড় ব্যাপার। ৫ বছর ধরে টেস্টের ক্রমতালিকায় এক নম্বরে থাকা একটা দারুণ সাফল্য।”

ফাইনালের রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ওপর ভরসা রাখছেন শাস্ত্রী। তিনি বলেন, “২ জনের ৬০০-৭০০টি উইকেট রয়েছে। বোলিং আক্রমণে বৈচিত্র্য নিয়ে আসে ওরা।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন