BCCI

দ্বিতীয় টি২০ ম্যাচে চার উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

মঙ্গলবার সকালে ক্রুণালের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। দুই দলকেই নিভৃতবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে জানায় সংবাদ সংস্থা এএনআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৫৯
Share:

দ্বিতীয় টি২০ ম্যাচে জিতল শ্রীলঙ্কা। ছবি টুইটার

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২৩:২৭ key status

সমতা ফেরাল শ্রীলঙ্কা

শেষরক্ষা হল না ভারতের। ম্যাচ জিতে টি২০ সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। চার উইকেটে হারলেন ধবনরা। সিরিজের নির্ণায়ক ম্যাচ কাল।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২৩:২১

শেষ ওভারে দরকার ৮

জিততে গেলে শ্রীলঙ্কাকে শেষ ওভারে ৮ রান তুলতে হবে।

Advertisement
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২২:৫৮ key status

আউট হাসরঙ্গ

রাহুল চাহার ফিরিয়ে দিলেন ওয়ানিন্দু হাসরঙ্গকে। পাঁচ উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার। জয়ের স্বপ্ন ক্রমশ জোরালো হচ্ছে।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২২:৫৩ key status

শ্রীলঙ্কা ১৪ ওভারে ৮৭-৪

জিততে গেলে ৩৬ বলে ৪৬ রান দরকার।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২২:৪২ key status

আউট ভানুকা

আবার সাফল্য কুলদীপের। এবার উইকেটে জমে যাওয়া ভানুকাকে ফেরালেন তিনি।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২২:৩০ key status

আউট শনকা

বুদ্ধি কাজে লাগিয়ে উইকেট ভারত। কুলদীপকে এগিয়ে খেলতে গিয়েছিলেন শনকা। মিস করেন। স্টাম্প করে দিলেন সঞ্জু। 

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২২:১৮ key status

আউট সমরবিক্রম

বরুণ চক্রবর্তীর জাদু শুরু। প্রথম উইকেটে তামিলনাড়ুর স্পিনারের। ভারতের দ্বিতীয় সাফল্য।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:৫৭ key status

দুর্ধর্ষ ক্যাচ চাহারের

বাউন্ডারির ধারে দুর্দান্ত ক্যাচ নিলেন রাহুল চাহার। শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:৫০

খেলতে নামল শ্রীলঙ্কা

লক্ষ্য ১৩৩। খেলতে নামল শ্রীলঙ্কা। 

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:২৯ key status

১৩২-৫ তুলল ভারত

স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ ভারত। জিততে গেলে শ্রীলঙ্কাকে ১৩৩ করতে হবে, যা টি২০-তে রানের তুলনায় অনেকটাই সহজ।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:২৭ key status

এবার আউট রানা

ফিল্ডারের উপর দিয়ে ওড়াতে গিয়ে ভুল করে বসলেন নীতীশ। ৯ রান করে ফিরলেন।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:১৩ key status

ফিরলেন সঞ্জু

আকিলার বলে অদ্ভুতভাবে প্লেড-অন হলেন সঞ্জু। পাঁচ উইকেট পড়ে গেল ভারতের।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:০৬ key status

আউট দেবদত্ত

ধবনের মতো একই কায়দায় সুইপ করতে গিয়ে ফিরলেন দেবদত্ত (২৯)।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:০৪ key status

১৫ ওভারে ভারত ৯৪-২

উইকেটে রয়েছে সঞ্জু (৫) এবং দেবদত্ত (২৫)।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২০:৫৩ key status

আউট ধবন

আকিলার বলে স্লগ সুইপ মারতে গিয়ে মিস করলেন ধবন। ফিরে গেলেন ৪০ রানে।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২০:৩৪ key status

রুতুরাজ আউট

আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারালেন রুতুরাজ। ফিরলেন ২১ রান করে।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২০:১৫ key status

ভারত ৩ ওভারে ২৭-০

ভাল শুরু করলেন শিখর ধবন (১৫) এবং রুতুরাজ (১০)। 

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৫৯ key status

ভাঙাচোরা দল ভারতের

করোনা আক্রান্ত হয়ে একাধিক ক্রিকেটার নিভৃতবাসে। তাই চার অভিষেক হল এই ম্যাচে। দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া এবং নীতীশ রানার টি২০-তে অভিষেক হল।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৫৮ key status

প্রথমে ব্যাট করবে ভারত

টসে হারলেন ধবন। বোলিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement