স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ ভারত। জিততে গেলে শ্রীলঙ্কাকে ১৩৩ করতে হবে, যা টি২০-তে রানের তুলনায় অনেকটাই সহজ।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:২৭
এবার আউট রানা
ফিল্ডারের উপর দিয়ে ওড়াতে গিয়ে ভুল করে বসলেন নীতীশ। ৯ রান করে ফিরলেন।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:১৩
ফিরলেন সঞ্জু
আকিলার বলে অদ্ভুতভাবে প্লেড-অন হলেন সঞ্জু। পাঁচ উইকেট পড়ে গেল ভারতের।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:০৬
আউট দেবদত্ত
ধবনের মতো একই কায়দায় সুইপ করতে গিয়ে ফিরলেন দেবদত্ত (২৯)।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২১:০৪
১৫ ওভারে ভারত ৯৪-২
উইকেটে রয়েছে সঞ্জু (৫) এবং দেবদত্ত (২৫)।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২০:৫৩
আউট ধবন
আকিলার বলে স্লগ সুইপ মারতে গিয়ে মিস করলেন ধবন। ফিরে গেলেন ৪০ রানে।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২০:৩৪
রুতুরাজ আউট
আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারালেন রুতুরাজ। ফিরলেন ২১ রান করে।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ২০:১৫
ভারত ৩ ওভারে ২৭-০
ভাল শুরু করলেন শিখর ধবন (১৫) এবং রুতুরাজ (১০)।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৫৯
ভাঙাচোরা দল ভারতের
করোনা আক্রান্ত হয়ে একাধিক ক্রিকেটার নিভৃতবাসে। তাই চার অভিষেক হল এই ম্যাচে। দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া এবং নীতীশ রানার টি২০-তে অভিষেক হল।
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:৫৮
প্রথমে ব্যাট করবে ভারত
টসে হারলেন ধবন। বোলিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করবে ভারত।