Sport gallery

সিরিজ জিততে আজ কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন ম্যাচ জিতলেও মাত্র ১০৯ রান তুলতেই বেশ কাহিল হয়ে পড়েছিল ভারত। লখনউয়ে দ্বিতীয় ম্যাত জিতে দেওয়ালিতে কি আরও রোশনাই এনে দিতে পারবেন রোহিত শর্মারা? ভারতের প্রথম একাদশে কে কে থাকতে পারেন আজ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০৯:৩৯
Share:
০১ ১২

টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন ম্যাচ জিতলেও মাত্র ১০৯ রান তুলতেই বেশ কাহিল হয়ে পড়েছিল ভারত। লখনউয়ে দ্বিতীয় ম্যাত জিতে দেওয়ালিতে কি আরও রোশনাই এনে দিতে পারবেন রোহিত শর্মারা? ভারতের প্রথম একাদশে কে কে থাকতে পারেন আজ?

০২ ১২

ইডেন ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার সেই সাবলীল টাইমিং দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ বোলার ওশেন টমাসের গতির কাছে ব্যাটে-বলে করতে বেশ অসুবিধাই হয়েছিল তাঁর। টমাসের ওভারপিচড বলে একটা চার মারলেও চেনা রোহিতকে ফিরে পেতে চায় লখনউ। নবাবের শহরে কি ফের দেখা যাবে রো-হিট ঝড়?

Advertisement
০৩ ১২

এশিয়া কাপের পর থেকে কেমন যেন মিইয়ে গিয়েছে শিখর ধওয়নের ব্যাট! ইডেনে একেবারে ডাহা ফেল। মাত্র ৩ রান এসেছে তাঁর ব্যাট থেকে। রোহিত শর্মার সঙ্গে জুটিতে ফের ওয়েস্ট ইন্ডিজ বোলারদের শাসন করতে তাই নিজেকে উজাড় করে দিতে চান ধওয়ন। ওপেনিং জুটি হিসাবে তাই রোহিত শর্মার পাশে দেখা যেতে পারে গব্বরকেই।

০৪ ১২

ছন্দে থাকলে কে এল রাহুলকে রোখা মুশকিল। ওপেনিং স্লটে নিজের জায়গা হারালেও টিম ইন্ডিয়ার ভরসা রয়েছে তাঁর উপর। বিশ্রামের জন্য তিন নম্বরে নেই বিরাট কোহালি। ফলে দলে নিজের জায়গা পাকা করতে আরও একটা সুযোগ রাহুলের সামনে। তিন নম্বরে নামতে পারেন রাহুল।

০৫ ১২

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মহেন্দ্র সিংহ ধোনির বাদ পড়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। ধোনির জায়গায় ঋষভ পন্থকেই পছন্দ টিম ম্যানেজমেন্টের। তবে ইডেন ম্যাচে জ্বলে ওঠেনি তাঁর ব্যাট। সমালোচকদের যোগ্য জবাব দিতে লখনউকেই বেছে নিতে পারেন ঋষভ।

০৬ ১২

ইডেন ম্যাচে দীনেশ কার্তিকের সঙ্গে পার্টনারশিপে বেশ ভালই খেলছিলেন মণীশ পাণ্ডে। তবে ২৪ বলে ১৯ রান করার পর শর্ট বলের ফাঁদে পা দিয়ে মোক্ষম সময় প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, লখনউতে ফের একটা সুযোগ পেতে পারেন মণীশ।

০৭ ১২

বিশ্বকাপের আগে নির্বাচকদের নজরে থাকতে চেষ্টার কসুর করছেন না দীনেশ কার্তিক। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ভারতকে জয়ের রাস্তায় নিয়ে গিয়েছেন। ৩৪ বলে ৩১ করে অপরাজিত থেকেছেন। ফলে লখনউতে দীনেশের ব্যাট করতে নামাটা প্রায় পাকা।

০৮ ১২

নবাবের শহরে নাকি এ বার স্পিনার সহায়ক উইকেট। ফলে শুধুমাত্র স্পিনার হিসাবে লখনউ ম্যাচে ভারতীয় দলে থেকে যেতে পারেন ক্রুণাল পাণ্ড্য। বাঁ-হাতি স্পিন ছাড়াও লোয়ার অর্ডারে ক্রুণালের ঝোড়ো ব্যাটিংও খুব কাজে আসবে টিম ইন্ডিয়ার।

০৯ ১২

ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের নাকানিচোবানি খাইয়েছেন কুলদীপ যাদব। ইডেন ম্যাচেও তুলেছেন ১৩ রানে ৩ উইকেট। ফলে লখনউতে তাঁর জায়গা এক রকম পাকা।

১০ ১২

তিন স্পিনার না তিন পেসার? পিচ পরীক্ষার পর এ প্রশ্নের উত্তর সহজ মনে হতে পারে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের। ফলে ইডেন ম্যাচের টিম থেকে বাদ পড়তে পারে উমেশ যাদব। দলে আসতে পারেন যুজবেন্দ্র চহাল। স্পিন সহায়ক উইকেটে ক্রুণাল-কুলদীপদের পাশে চহালতে সামলানো কিন্তু সহজ হবে না ক্যারিবিয়ানদের।

১১ ১২

ইডেনে টি-টোয়েন্টির অভিষেকেই নজর কেড়েছেন খলিল আহমেদ। চার ওভারে ১৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ১ উইকেট। শুরুর দিকে তো বটেই ডেথ ওভারগুলিতে তাঁর বোলিংয়ের বিরুদ্ধে হিমশিম খেয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানেরা। লখনউতেও দলে থাকতে পারেন খলিল।

১২ ১২

পেস অ্যাটাকে জশপ্রীত বুমরাকে বাদ দেওয়াটা বেশ কঠিন হবে। পেস তো বটেই মাপা লেংন্থেও নিয়মিত বল রেখে যেতে পারেন। ডেথ ওভারে যে কোনও ক্যাপ্টেনের ভরসা বুমরা। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১ উইকেট তুললেও ভালই বোলিং করেছেন। ফলে লখনউ ম্যাচে বুমরাকেই পেশ অ্যাটাকে রাখা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement