India vs Pakistan

আজ আবার ভারত-পাক, আবার করমর্দন বিতর্ক? নিজেদের দলকে তৈরি থাকতে বলল পাক হকি সংস্থা

ভারতীয় ক্রিকেটারদের মতো হকি খেলোয়াড়েরাও পাক দলের সঙ্গে হাত মেলাবেন না বলে মনে করছে পাকিস্তান। কিন্তু তারা কোনও ঝামেলায় যেতে চাইছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
Share:

মঙ্গলবার কি আবার ভারত-পাকিস্তান ‘লড়াই’? — প্রতিনিধিত্বমূলক ছবি

আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ। মঙ্গলবার হকির মঞ্চে মুখোমুখি দুই দেশ। আবার করমর্দন বিতর্কের আশঙ্কা। পাকিস্তান হকি ফেডারেশন তাদের খেলোয়াড়দের আগেভাগেই বলে দিয়েছে প্রস্তুত থাকতে।

Advertisement

মালয়েশিয়ার জোহর বাহরুতে সুলতান অফ জোহর কাপে মঙ্গলবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এই ম্যাচেও ভারতীয় ক্রিকেটারদের মতো হকি খেলোয়াড়েরাও পাক দলের সঙ্গে হাত মেলাবেন না বলে মনে করছে পাকিস্তান। কিন্তু তারা কোনও ঝামেলায় যেতে চাইছে না।

পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)-এর এক কর্তা জানিয়েছেন, তাঁদের খেলোয়াড়দের বলে দেওয়া হয়েছে, ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে কোনও ঝামেলায় না যেতে। শুধু খেলাতেই মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

ওই কর্তা বলেন, ‘‘আমাদের দলকে বলা হয়েছে যে, যদি ভারতীয় খেলোয়াড়েরা ম্যাচের আগে বা পরে করমর্দন না করে, তা হলে সেটা উপেক্ষা করতে। এরকম পরিস্থিতির জন্য খেলোয়াড়দের মানসিক ভাবে তৈরি থাকতে বলা হয়েছে। কোনও রকম অঙ্গভঙ্গি করতেও বারণ করে দেওয়া হয়েছে।’’

‘অপারেশন সিন্দুর’-এর পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট দল দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচে বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। পাকিস্তান এই নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসির কাছে প্রতিবাদ জানিয়েছে। এসিসি এবং পিসিবি-র প্রধান মহসিন নকভির কাছ থেকে চ্যাম্পিয়নের ট্রফিও নেয়নি ভারত। সেই ট্রফি এখনও এ দেশে আসেনি।

গত অগস্টে বিহারের রাজগিরে এশিয়া কাপ হকিতে পাকিস্তান দল পাঠায়নি। তাদের বদলে বাংলাদেশ খেলার সুযোগ পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement