ভারত জয়ী ৯ উইকেটে

আমি এখন চাপমুক্ত হয়ে ব্যাট করছি, বলছেন ধবন

এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছেন ধবন। নিজের সামনে দু’টো লক্ষ্য রেখেছেন ধবন। এক, অন্তত বিশ্বকাপ পর্যন্ত নিজের ফর্মটা ধরে রাখা। দুই, ফিটনেস ধরে রাখা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৫:২৬
Share:

ম্যাচের সেরা শিখর ধবন ১৩২ নট আউট।

এ বছরের শুরুর দিকে ছবিটা মোটেও এ রকম ছিল না। গত বছর নিউজিল্যান্ড সিরিজের পরে দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন তিনি। প্রত্যাবর্তন ঘটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর সেখান থেকেই নিজের ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দেন শিখর ধবন।

Advertisement

চলতি শ্রীলঙ্কা সফরে তিন নম্বর সেঞ্চুরি করে উঠে ধবন বলছেন, ‘‘ব্যর্থতা আপনাকে অনেক কিছু শেখায়। আমার ভাগ্য ভাল, আমিও ব্যর্থতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি।’’

নিজের সামনে দু’টো লক্ষ্য রেখেছেন ধবন। এক, অন্তত বিশ্বকাপ পর্যন্ত নিজের ফর্মটা ধরে রাখা। দুই, ফিটনেস ধরে রাখা। রবিবার ম্যাচ জিতিয়ে উঠে সাংবাদিক বৈঠকে ধবন বলেন, ‘‘আমি জানি, বিশ্বকাপ এখন অনেক দূরে। কিন্তু আমি পারফর্ম করে যেতে চাই। কারণ জানি, যদি পারফর্ম করতে না পারি, তা হলে বাদ পড়ে যাব। আমাদের দলে এমন সব ব্যাটসম্যান আছে, যারা অনায়সে আমার জায়গায় চলে আসতে পারে।’’ দ্বিতীয় লক্ষ্যটা নিয়ে তাঁর বক্তব্য, ‘‘ফিটনেসের মানটা আমি ধরে রাখতে চাই। নিজের ফিটনেস ধরে রাখতে না পারলে তরুণ ছেলেদের সঙ্গে লড়াইয়ে আমি পিছিয়ে যাব। এর বাইরে আমার আর সে রকম কোনও লক্ষ্য নেই।’’

Advertisement

এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছেন ধবন। তবে ভারতীয় ওপেনার মনে করেন, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও তিনি একই রকম আগুনে ফর্মে ছিলেন। ‘‘২০১৩ সালে আমি যখন ওয়ান ডে দলে ফিরে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, তখনও একই রকম ফর্মে ছিলাম। এ বারও মনে হচ্ছে, সে রকম ছন্দেই ব্যাট করছি।’’

এই ধারাবাহিক সাফল্যের পিছনে রহস্যটা কী? ম্যাচের সেরার পুরস্কার নিয়ে ধবন বলেছেন, ‘‘ইদানীং আমার সময়টা বেশ ভাল চলছে। আমি শুধু পদ্ধতিটা ঠিকঠাক মেনে চলছি।’’ ধবন আরও বলছেন, ‘‘মানসিক ভাবে আমি এখন চাপমুক্ত অবস্থায় খেলতে পারছি। তা ছাড় আপনি যখন রান করতে থাকেন, তখন স্বাভাবিক ভাবেই আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়। ঈশ্বরের ইচ্ছায় এখন সব ঠিকঠাক হচ্ছে।’’ রবিবারের এই বিধ্বংসী ইনিংস নিয়ে ধবন বলছেন, ‘‘আমি দু’টো জিনিস মাথায় নিয়ে খেলতে নেমেছিলাম। এক, ঠিক করেছিলাম ইতিবাচক থাকব। দুই, বলের মান অনুযায়ী খেলব। মারার হলে মারব, ছাড়ার হলে ছাড়ব।’’

সেই পরিকল্পনা অনুযায়ী খেলে রবিবার ডাম্বুলায় ৭১ বলে সেঞ্চুরি করে যান। ধবনের ৯০ বলে অপরাজিত ১৩২ রানের ইনিংসে রয়েছে ২০টি বাউন্ডারি, তিনটি ওভারবাউন্ডারি। ধবন এবং বিরাট কোহালি (৭০ বলে অপরাজিত ৮২) মিলে দ্বিতীয় উইকেটে ১৯৭ রান যোগ করেন। শ্রীলঙ্কার ২১৬ রান তিরিশ ওভারের আগেই তুলে দেয় ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন