Cricket

দাদাদের পরে এ বার এশিয়া কাপ জিতল ভাইরাও

জয়ের নায়ক রাজধানী নয়াদিল্লির বাঁ-হাতি স্পিনার হর্ষ ত্যাগী। শেরই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ছয় উইকেট নিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৯:৩৭
Share:

জয়ের পর উচ্ছ্বসিত ভারতের যুব দল।

কিছুদিন আগেই দুবাইয়ে এশিয়া কাপ জিতেছে রোহিত শর্মার ভারত। দাদাদের মতো ভাইরাও রবিবার জিতল এশিয়া কাপ। ঢাকায় শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়ে অনূর্দ্ধ-১৯ এশিয়া কাপ জিতল ভারত।

Advertisement

জয়ের নায়ক রাজধানী নয়াদিল্লির বাঁ-হাতি স্পিনার হর্ষ ত্যাগী। শেরই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ছয় উইকেট নিলেন তিনি। ৩০৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা কখনই স্বস্তিতে ছিল না। হর্ষের স্পিনে নাজেহাল হয়ে ৩৮.৪ ওভারেই ১৬০ রানে শেষ হয় তারা।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেটে ৩০৪ তুলেছিল ভারতের যুবরা। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ৮৫। প্রথম উইকেটে অনুজ রাওয়াতের (৫৭) সঙ্গে ১২১ রান যোগ করেন তিনি। অধিনায়ক সিমরন সিংহ অপরাজিত থাকেন ঝোড়ো ৬৫ করে। আক্রমণাত্মক থাকেন আয়ুশ বাদোনিও (অপরাজিত ৫২)। সিমরন ও আয়ুশ অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৫ বলে যোগ করেন ১১০ রান। দলকে পৌঁছে দেন তিনশোর ওপাশে।

Advertisement

আরও পড়ুন: অশ্বিন নয়, জাডেজাই একনম্বর স্পিনার, বললেন দিলীপ দোশী​

আরও পড়ুন: নিজের উইকেটের ধারাভাষ্য দিলেন কোন ক্রিকেটার, দেখুন ভিডিয়ো​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন