বৃষ্টি স্বস্তি দিল অস্ট্রেলিয়াকে, চিন্তা বাড়াল ভারতের

শুক্রবারের এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও দুশ্চিন্তা বাড়ল দুই শিবিরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ০৩:৩৭
Share:

প্রস্তুতি: বৃষ্টির জন্য আউটডোর প্র্যাকটিস বন্ধ। তাই ইন্ডোরে তৈরি হচ্ছেন ধোনি এবং যুবরাজ। শুক্রবার। ছবি: টুইটার।

এজবাস্টনে বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। শুক্রবারের এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও দুশ্চিন্তা বাড়ল দুই শিবিরে।

Advertisement

শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ইনিংসে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ২৯১ রান তোলে সব উইকেট হারিয়ে। বৃষ্টির জন্য প্রায় দু’ঘণ্টা খেলা বন্ধি ছিল। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ১০০ রান করেন। জশ হেজেলউড ছ’উইকেট নেন ৫২ রান দিয়ে। এ দিন চার সেরা পেসারকে অবশ্য নামাননি স্টিভ স্মিথ। প্যাটিনসনকে ড্রেসিং রুমে রাখা হয়। তবে তিন পেসারেও বিপক্ষকে খুব একটা চাপে ফেলতে পারেনি নিউজিল্যান্ড। উইলিয়ামসনদের ইনিংস শেষ হতেই ফের বৃষ্টি নামে। নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর দ্বিতীয় ইনিংস শুরু হওয়ায় অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ২৩৫। কিন্তু ৫৩ রানের মধ্যেই তিন উইকেট চলে যায় অজিদের।

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ এবং মোজেস এনরিকে আউট হয়ে যান। এনরিকে আউট হওয়ার পরই ফের বৃষ্টি নামে। তখন অস্ট্রেলিয়া ৫৩-৩। পুরো ইনিংস হলে তাদের বিপদ বাড়ত হয়তো। সে দিক থেকে বলা যায়, বৃষ্টি বাঁচিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছিল এই মাঠেই।

Advertisement

রবিবারের ভারত-পাক যুদ্ধ নিয়েও অনিশ্চয়তা দেখা দিল। কারণ, সে দিনও সারা দিন ধরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা (ওভাল, বিকেল ৩.০০)

আরও পড়ুন:কুম্বলে-কোহালি দ্বৈরথ মেটাতে আসরে নামলেন মহারাজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন