indian cricketers

বাইশ গজ মাতানো এই ভারতীয় ক্রিকেটাররা পাকা রাঁধুনিও

বাইশ গজে দুর্দান্ত পারফরম্যান্স করা এ রকম বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার আবার অন্য দিকে দক্ষ রন্ধনশিল্পীও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৬:৩৫
Share:
০১ ১১

যিনি মাঠে ঝড় তোলেন, তিনি রান্নাঘরেও বাজিমাত করেন। ভারতীয় ক্রিকেটে এই নজির আছে একাধিক। বাইশ গজে দুর্দান্ত পারফরম্যান্স করা এ রকম বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটার আবার অন্য দিকে দক্ষ রন্ধনশিল্পীও।

০২ ১১

হস্টেলজীবনে রান্না শিখেছিলেন সুরেশ রায়না। সম্প্রতি তিনি টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখান‌ে তিনি জমিয়ে মটর পনীর রান্না করছেন।

Advertisement
০৩ ১১

রায়না তাঁর ভিডিয়োর ক্যাপশন দিয়েছেন ‘সানডে ব্রাঞ্চ’। অর্থাৎ, এমন খাবার, যেটা ব্রেকফাস্ট বা জলখাবার এবং লাঞ্চ বা দুপুরের খাবার, দুইয়েরই প্রয়োজন মেটাবে।

০৪ ১১

ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়ালও রান্না করতে বেশ ভালবাসেন। গত বছর লকডাউনে বেশ কয়েক বার নিজের রান্না করা খাবারের ছবি দিয়েছিলেন তিনি।

০৫ ১১

ময়াঙ্কের বেল পেপার দিয়ে বাটার গার্লিক মাশরুম রান্নার ভিডিয়ো নেটমাধ্যমে খুব জনপ্রিয় হয়েছিল।

০৬ ১১

হরভজন সিংহেরও পাকা রাঁধুনি হিসেবে খ্যাতি আছে। রান্না করার ভিডিয়ো বহু বার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভাজ্জি। জানিয়েছেন, রান্না এখন তাঁর প্রিয় শখ।

০৭ ১১

ঝোল মাখা শুকনো শুকনো ভিন্ডি আমচুরি, আলুগোবির সঙ্গে ডাল এবং বিভিন্ন তরকা রাঁধতে পারেন ভাজ্জি।

০৮ ১১

রান্না নিয়ে রকমারি পরীক্ষা নিরীক্ষাও পছন্দ করেন হরভজন। তাঁর হাতের রান্নার সবথেকে বড় ভক্ত স্ত্রী গীতা বসরা। নিজেই জানিয়েছেন টারবানেটর।

০৯ ১১

জিভে জল আনা নানারকম খাবার রান্না করতে পারেন ভারতীয় দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে।

১০ ১১

লকডাউনে তিনি শেয়ার করেছিলেন তাঁর কোরিয়ান্ডার রাইস রান্নার ভিডিয়ো।

১১ ১১

মহম্মদ শামির কাছে রান্না হল প্যাশন। তিনি রান্না করতে ভালবাসেন। রান্নাঘরে কাটানো সময়টুকু উপভোগও করেন রিভার্স স্যুইংয়ের এই জাদুকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement