ভারতকে সোনা এনে দিল বিস্ময় বালক রণবীর

অটিজমে আক্রান্ত চোদ্দ বছরের এক কিশোরের এক স্বপ্নের সাফল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমস থেকে প্রথম ভারতীয় হিসেবে গলফে সোনা জয়ের কৃতিত্ব নিয়ে রণবীর সিংহ সাইনি এখন সারা দেশের চোখের মণি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ১৫:৪২
Share:

ছবি: টুইটার।

অটিজমে আক্রান্ত চোদ্দ বছরের এক কিশোরের এক স্বপ্নের সাফল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমস থেকে প্রথম ভারতীয় হিসেবে গলফে সোনা জয়ের কৃতিত্ব নিয়ে রণবীর সিংহ সাইনি এখন সারা দেশের চোখের মণি। আর সমস্ত স্পেশাল চাইল্ডদের জন্য গল্ফারের গর্বিত বাবার উক্তি, ‘‘হাল ছেড়ো না তোমরা।’’

Advertisement

মাত্র দু’বছর বয়সে স্নায়ুঘটিত অসুখ অটিজমের শিকার হয়েছিল ছোট্ট রণবীর। কার্যত ভেঙে পড়েছিলেন বাবা-মা। কিন্তু হাল ছাড়েননি। আর সেই দাঁতে দাঁত চাপা লড়াইয়েরই যেন এই অনন্য স্বীকৃতি। সব কিছু থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়াই ছিল ছোট্ট রণবীরের মূল সমস্যা। অনেক হাসি-কান্নার মধ্যেই বাবা-মায়ের সিদ্ধান্ত ছিল ছেলেকে খেলার জগতে নিয়ে আসার। জীবনের মূল স্রোতে ছেলেকে ফিরিয়ে আনতে ন’ বছর বয়সেই তাই গলফে হাতেখড়ি করিয়েছিলেন। যদিও দীর্ঘ ওই সাত বছরের পথ পেরনো মোটেও সহজ ছিল না। সিদ্ধান্ত যে ভুল ছিল না তা আরও এক বার প্রমাণ করল রণবীর। দু’ বছর আগেও প্রথম ভারতীয় হিসেবে এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড গেমসের আসর থেকেও জোড়া সোনা এনে দিয়েছিল এই গল্ফার।

শুক্রবার ‘জি এফ গল্ফ লেভেল ২ অল্টারনেট শট টিম’ বিভাগে জয়ী হয় সে। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে থাকা হংকং এবং নিপ্পনকে ‘নাইন ক্লিয়ার শট’ দিয়ে এই জয় আনে রণবীর।

Advertisement

অবসরে রান্না করতে আর পিয়ানো বাজাতে ভালবাসে। যদিও গলফের সবুজ মখমলেই বেশি স্বাচ্ছন্দ। দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় স্টিক আর বল নাড়াচাড়ায়। আর এই ভালবাসাই বিশেষ পরিচিতি এনে দিয়েছে খুদে গল্ফারকে। লিমকা বুক অব রেকর্ডসেও উঠে এসেছে তার সাফল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাৎ করে সব থেকে উচ্ছ্বসিত রণবীর।

ছেলের এই জয়ের পরে বাবা-মায়েদের জন্য আশ্বাস, ‘‘স্পেশাল চাইল্ডরা নিজেদের লড়াই নিজেরাই করতে সমর্থ। তাই আশা ছাড়বেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন