রিওর টিকিট দাত্তুর

রিও অলিম্পিকের টিকিট পেলেন ভারতীয় রোয়ার দাত্তু বাবন ভোকানাল। সোমবার দক্ষিণ কোরিয়ায় ফিসা এশিয়ান অ্যান্ড ওসিয়ানিয়া অলিম্পিক কোয়ালিফিকেশন রেগাটায় সিঙ্গল স্কালস ইভেন্টে রুপো জিতে এই সম্মান পেলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০৫:০৬
Share:

রিও অলিম্পিকের টিকিট পেলেন ভারতীয় রোয়ার দাত্তু বাবন ভোকানাল। সোমবার দক্ষিণ কোরিয়ায় ফিসা এশিয়ান অ্যান্ড ওসিয়ানিয়া অলিম্পিক কোয়ালিফিকেশন রেগাটায় সিঙ্গল স্কালস ইভেন্টে রুপো জিতে এই সম্মান পেলেন তিনি। রিও অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার পর নাসিকের ছেলে দাত্তুর সাফল্যে খুশি রোয়িং ফেডারেশনের কর্তারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement