cricket

দলে চারটি পরিবর্তন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন এই ভারতীয় ক্রিকেটাররা

শার্দুল টিমে থাকলেও মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ১৯:৪০
Share:
০১ ১৩

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। প্রথা ভেঙে ম্যাচের আগের দিনই ১২ জনের দল ঘোষণা করে দিয়েছে ভারত। ইংল্যান্ড টেস্টে যাঁরা জায়গা পেয়েছিলেন, সবাই কিন্তু দলে নেই। এসেছেন নতুন মুখরাও। পরিবর্তন হয়েছে বেশ কয়েকটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম বারো জনের দলে কোন ভারতীয় ক্রিকেটারদের জায়গা হল দেখে নিন।

০২ ১৩

লোকেশ রাহুল: প্রথমেই নামবেন কে এল রাহুল। ইংল্যান্ডে শেষ টেস্টে শতরান করেছিলেন তিনি।

Advertisement
০৩ ১৩

পৃথ্বী শ: তাঁর সঙ্গে এই টেস্টে ওপেনের সম্ভাবনা রয়েছে পৃথ্বী শ-য়ের। অভিষেক হতে চলেছে তাঁর। ভারতীয় ক্রিকেটের উঠতি প্রতিভার দিকে নজর রয়েছে ক্রিকেট মহলের।

০৪ ১৩

চেতেশ্বর পূজারা: এর পর নামছেন চেতেশ্বর পূজারা। টেস্ট ক্রিকেটের অন্যতম স্তম্ভ পূজারা। ইংল্যান্ড প্রথম টেস্টে বাদ পড়ার পর ফিরে মন্দ খেলেননি। শতরানও করেছেন।

০৫ ১৩

বিরাট কোহালি (অধিনায়ক): পূজারার পরেই নামবেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহালি। টেস্টে দুর্দান্ত কিছু করবেন বিরাট, প্রত্যাশা এমনটাই।

০৬ ১৩

অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক): রাহানে মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা।

০৭ ১৩

ঋষভ পন্থ: উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে দলে জায়গা পেলেন পন্থ। যদিও ইংল্যান্ড সিরিজে সেভাবে সফল হননি।কিন্তু ক্যাপ্টেন ভরসা রাখছেন তাঁর উপরেই।

০৮ ১৩

রবিচন্দ্রন অশ্বিন: চোট সারিয়ে ফিরছেন মাঠে। চেন্নাইয়ের অফস্পিনার ভারতের সেরা স্পিন অস্ত্র। ব্যাটিংটাও ভালই করেন।

০৯ ১৩

উমেশ যাদব: বিদর্ভের ডান হাতি পেসার বল হাতে ভেলকি দেখাবেন বলেই মনে করা হচ্ছে।ইংল্যান্ডে প্রথম টেস্টের পর সুযোগ পাননি তিনি।

১০ ১৩

রবীন্দ্র জাডেজা: বাঁ-হাতি স্পিনার জাডেজা ওয়েস্ট ইন্ডিজের আতঙ্কের কারণ হতে পারেন। ইংল্যান্ডে শেষ টেস্টে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

১১ ১৩

মহম্মদ শামি: পারিবারিক ঝামেলা কাটিয়ে উঠে ডানহাতি পেসার শামির দুরন্ত গতি ক্যারিবীয়দের বেগ দেবে ভালই।

১২ ১৩

কুলদীপ যাদব: কী ভাবে চায়নাম্যানকে মোকাবিলা করা সম্ভব, তার কোনও উপায় গোটা সফরে খুঁজে পাননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ফলে, তিনি ভেলকি দেখাতেই পারেন।

১৩ ১৩

শার্দুল ঠাকুর: চোটের জন্য এশিয়া কাপ থেকে সরে গেলেও দ্বাদশ স্থানে রয়েছেন শার্দুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement