World TT Championships

বিশ্ব টেবিল টেনিসে ভারতের মহিলা দলের জয়, দক্ষিণ কোরিয়ার কাছে হার পুরুষদের

চিনের কাছে হেরে প্রতিযোগিতা শুরু করা মহিলা দল পর পর দুই প্রতিপক্ষের বিরুদ্ধে জিতে গ্রুপ ওয়ানের দ্বিতীয় স্থানে রয়েছে। জয় দিয়ে শুরু করার পর দুই প্রতিপক্ষের কাছে হার পুরুষ দলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৭
Share:

মণিকা বাত্রা। ছবি: এক্স (টুইটার)।

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা দল উজ়বেকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাল। তবে জয় পেল না পুরুষদের দল। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল তারা।

Advertisement

ঐহিকা মুখোপাধ্যায়, শৃজা আকুলাকে বিশ্রাম দিয়েও উজ়বেকিস্তানের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল ভারতের মহিলা দল। অর্চনা কামাথ এবং দিয়া চিতালে এবং মণিকা বাত্রা জয় পেয়েছেন। বুসানে আয়োজিত টেবিল টেনিসের দলগত বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ইভেন্টের প্রথম ম্যাচে অর্চনা ১১-৭, ১১-৩, ১১-৬ ব্যবধানে হারান উজ়বেকিস্তানের রিম্মা গুফরানভকে। দ্বিতীয় ম্যাচে মণিকা ১১-৭, ১১-৪, ১১-১ ব্যবধানে উড়িয়ে দেন মার্খাবো ম্যাগদিয়েভাকে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি উজ়বেকিস্তান। তৃতীয় ম্যাচে কঠিন লড়াই করতে হল দিয়াকে। তিনি ১১-৬, ১০-১২, ১১-৪, ১১-৬ ব্যবধানে জয় পেয়েছেন রোজ়ালিনা খাদিয়েভাকে। চিনের কাছে হেরে প্রতিযোগিতা শুরু করা ভারতের মহিলা দল পর পর দুই প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ ওয়ানের দ্বিতীয় স্থানে রয়েছে। মঙ্গলবার ভারতের পরের প্রতিপক্ষ স্পেন।

মহিলাদের বিভাগে জয় এলেও দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ ব্যবধানে হেরে গেল ভারতের পুরুষ দল। জাতীয় চ্যাম্পিয়ন হরমিত দেশাই ৪-১১, ১০-১২, ৮-১১ ব্যবধানে হেরেছেন বিশ্বের ১৪ নম্বর জ্যাং উজিনের কাছে। জিততে পারেননি অভিজ্ঞ শরৎ কমলও। তিনি তৃতীয় ম্যাচে ৯-১১, ১১-৮, ৬-১১, ৫-১১ ব্যবধানে হারলেন লি সান সু-র কাছে। তাঁর আগে দ্বিতীয় ম্যাচে জি সাথিয়ান ৫-১১, ৭-১১, ৭-১১ ব্যবধানে হেরেছেন বিশ্বের ১৬ নম্বর লিম জংহুনের কাছে। চিলির বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পর রবিবার পোল্যান্ডের কাছেও ১-৩ ব্যবধানে হেরে গিয়েছিল ভারতের পুরুষদের দল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন