World Boxing Championships 2025

বিশ্ব বক্সিং থেকে দ্বিতীয় সোনা ভারতের, অলিম্পিক্স পদকজয়ীকে হারিয়ে চ্যাম্পিয়ন মীনাক্ষী হুডা

ভারতের দশম মহিলা বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন মীনাক্ষী হুডা। এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে দ্বিতীয় সোনা দিলেন ২৪ বছরের বক্সার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬
Share:

মীনাক্ষী হুডা। ছবি: এক্স।

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে দ্বিতীয় সোনা দিলেন মীনাক্ষী হুডা। মহিলাদের ৪৮ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। জেসমিন লাম্বোরিয়ার পর ভারতকে গর্বিত করলেন ২৪ বছরের বক্সার।

Advertisement

জেসমিনের মতো মীনাক্ষীও সোনা জিতেছেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী বক্সারকে হারিয়ে। ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের নাজ়িম কিজ়াইবে। গত অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীকে মীনাক্ষী হারিয়েছেন ৪-১ ব্যবধানে। ভারতীয় বক্সারের আগ্রাসী মেজাজের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি কিজ়াইবে। ভারতের দশম মহিলা বক্সার হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন মীনাক্ষী।

সবচেয়ে বেশি ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন মেরি কম। তিনি ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ এবং ২০১৮ সালে চ্যাম্পিয়ন হন। এ ছাড়া নিখাত জ়ারিন (২০২২, ২০২৩), সরিতা দেবী (২০০৬), জেনি আরএল (২০০৬), লেখা কেসি (২০০৬), নীতু ঘাংঘাস (২০২৩), লভলিনা বরগোঁহাইন (২০২৩) এবং স্বাতী বোরা (২০২৩) বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement