পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের চেয়ারে বসছেন ইনজামাম উল হক। এ দিন পিসিবি তাঁর সঙ্গে চুক্তি প্রায় নিশ্চিত করে ফেলেছে। তবে এখনও এই নিয়ে সরকারি ভাবে কিছু জানায়নি পিসিবি। প্রধান কোচ হিসেবে প্রাক্তন পাক অধিনায়কের সঙ্গে আফগানিস্তানের চুক্তি থাকার জন্য। সোমবার পিসিবি সরকারি ভাবে ঘোষণা করতে পারে। শোনা যাচ্ছে পিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে মাসে আট লাখ টাকাতেই রাজি হয়েছেন ইনজি। আফগান কোচ হিসেবে তাঁর বেতন ছিল মাসে ১২ লাখ।