Inzamam-Ul-Haq

সচিনের আরও কয়েক দিন খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল, মত প্রাক্তন পাক অধিনায়কের

২০১৩ সালের নভেম্বরে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদায়ী টেস্ট খেলেছিলেন সচিন। ইনজির মতে, কখনই ক্রিকেটকে বিদায় জানানো উচিত হয়নি লিটল চ্যাম্পিয়নের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫১
Share:

২০১৩ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সচিন। —ফাইল ছবি।

সচিন তেন্ডুলকরের অবসর নেওয়া উচিত হয়নি। খেলা চালিয়ে যেতেই পারতেন তিনি। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক

Advertisement

ইনজির মতে, কখনই ক্রিকেটকে বিদায় জানানো উচিত হয়নি লিটল চ্যাম্পিয়নের। ২০১৩ সালের নভেম্বরে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদায়ী টেস্ট খেলেছিলেন সচিন। নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, “খেলা চালিয়েই যেতে পারত সচিন। ওর ব্যাটিং দেখতে এত ভাল লাগত। ক্রিকেট থেকে দূরে যাওয়া একেবারেই উচিত হয়নি সচিনের।”

আরও পড়ুন: এই সব ভুল শুধরে না নিলে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হতে পারে কোহালি ব্রিগেড

Advertisement

আরও পড়ুন: সমস্যার দ্রুত সমাধান করতে হবে ভারতকেই, বলছেন প্রাক্তন জাতীয় কোচ​

তাঁর মতে, ক্রিকেটে সচিন তেন্ডুলকরের চেয়ে বড় কোনও ব্যাটসম্যান আসতে পারেন না। তিনি বলেছেন, “মাত্র ১৬-১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল সচিনের। সচিন যা করেছে তা কোনও অসাধারণ ক্রিকেটারের পক্ষেই সম্ভব। সত্যি বলতে, অসাধারণের উপরে যদি কোনও কিছু থেকে থাকে, তবে তা হল সচিন। ওর সময়ে এত রান করার ধারণাই ছিল না। তখন গ্রেট ক্রিকেটাররা আট বা সাড়ে আট হাজার রানেই থেমে যেত। একমাত্র সুনীল গাওস্কর ১০ হাজার রান করেছিলেন। কিন্তু সচিন রান করার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এ বার সচিনের রেকর্ড কে ভেঙে দিতে পারে, তা দেখতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন