মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার রাতে ইডেনে চেন্নাইকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তবে এখনও দিল্লি বহু দূর। প্লে অফে উঠতে হলে এখনও অনেক পথ যেতে হবে নাইটদের। এক নজরে দেখে নেওয়া যাক কোন পথে প্লে অফে যেতে পারে কার্তিকরা। ছবি: এএফপি।
পাঁচটা ম্যাচ জিতেছে নাইট রাইডার্স। আগামী পাঁচটা ম্যাচের অন্তত তিনটে-তে জিততে হবে। ছবি: পিটিআই।
নাইটদের পরের দু’টি ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। আজ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন রোহিতরা। মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের রেকর্ড তেমন ভাল নয়। সে কথা মাথায় রেখে আগে থেকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে নাইটদের। ছবি: এএফপি।
পঞ্জাবের পরের দু’টি ম্যাচ মুম্বই এবং রাজস্থানের বিরুদ্ধে। নাইটদের চেয়ে দু’টি ম্যাচ কম খেলে একই পয়েন্টে রয়েছেন অশ্বিনরা। পরের দু’টি ম্যাচে পঞ্জাব হারলে কলকাতার অনেকটাই সুবিধা হবে। ছবি: এএফপি।
পেস বিভাগ নিয়ে আর একটু পরিশ্রম করতে হবে নাইটদের। একেবারেই ফর্মে নেই মিচেল জনসন। ভরসা দিতে ব্যর্থ টম কুরানও। এঁদের বদলে ক্যামরন ডেলপোর্টকে খেলানো যেতে পারে। খেলানো যেতে পারে তরুণ প্রসিদ্ধ কৃষ্ণকেও। ছবি: এএফপি।
দল হিসাবে প্রায় সেট হয়ে গিয়েছে নাইট রাইডার্স। রাণা সুস্থ হলে ভরসা আসবে মিডল অর্ডারে। তাই দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা না করাই ভাল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছবি: পিটিআই।
মুম্বই আর রাজস্থানের বিরুদ্ধে ওই ম্যাচ দু’টি জিততেই হবে কার্তিকদের। ছবি: এএফপি।