IPL 2018

আজ কেমন হতে পারে রোহিতদের প্রথম একাদশ

লিগ টেবলে খুব একটা ভাল অবস্থায় নেই মুম্বই। দেখে নেওয়া যাক, আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় অভিযানে কেমন হতে পারে দিল্লির প্রথম একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মে ২০১৮ ১৬:৩১
Share:
০১ ১২

বিরাট কোহালির বিরুদ্ধে আজ দ্বিতীয় বার মাঠে নামতে চলেছেন রোহিতের মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম পর্বের সাক্ষাতে বিরাটদের ৪৬ রানে হারিয়েছিলেন রোহিতরা। তার পর পথ হারিয়ে ফেললেও ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে মনোবল ফিরে পেয়েছে মুম্বই। যদিও লিগ টেবলে খুব একটা ভাল অবস্থায় নেই মুম্বই। দেখে নেওয়া যাক, আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় অভিযানে কেমন হতে পারে দিল্লির প্রথম একাদশ।

০২ ১২

সূর্যকুমার যাদব: ফর্মে থাকা সূর্যকুমারের হাত ধরে শুরুতেই ঝড় তোলার পরিকল্পনা রয়েছে রোহিতদের।

Advertisement
০৩ ১২

এভিন লুইস: চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে দারুণ সফল। ফলে ওপেনিং জুটি ভাঙার কোনও পরিকল্পনা নেই রোহিতদের।

০৪ ১২

রোহিত শর্মা: আগের ম্যাচেই রানে ফিরেছেন। আরসিবির বিরুদ্ধে তাঁর রান পাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ।

০৫ ১২

ঈশান কিষান: চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি। তবে এ ম্যাচে উইকেটরক্ষকের পাশাপাশি ব্যাট হাতেও ঈশানের দায়িত্ব থাকবে রান করার।

০৬ ১২

জেপি দুমিনি: বাঁহাতি দুমিনি টি২০ ম্যাচে সব সময়েই ভয়ঙ্কর। বাড়তি পাওনা তাঁর ফিল্ডিং। এ সব কারণেই বিরাটদের বিরুদ্ধে দলে থাকছেন।

০৭ ১২

হার্দিক পাণ্ড্য: ভারতের অলরাউন্ডারটি সীমিত ওভারের ম্যাচে অপরিহার্য হয়ে উঠছেন ক্রমাগত। যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে।

০৮ ১২

ক্রনাল পাণ্ড্য: আজকের ম্যাচে ভাল ফল করতে হলে অলরাউন্ডারদের উপর ভরসা রাখছেন রোহিত। সে কারণে ক্রনাল পাণ্ড্যের দলে থাকা কার্যত নিশ্চিত।

০৯ ১২

মিচেল ম্যাকক্লেনাঘান: বল হাতে চেন্নাইয়ের বিরুদ্ধে খুবই সফল। দুই উইকেটের পাশাপাশি মাত্র ২৬ রান দিয়েছিলেন। বোলিং বিভাগের দায়িত্ব অনেকটাই মিচেলের কাঁধে থাকবে আজ।

১০ ১২

মুস্তাফিজুর রহমান: আরসিবির বিরুদ্ধে বাংলাদেশের বাঁহাতি পেস বোলারটির দলে ঢোকার সম্ভাবনা খুবই বেশি।

১১ ১২

মায়াঙ্ক মারকান্দে: ব্যাট-বল দুই বিভাগেই সমান গুরুত্ব দেওয়ার কারণে মায়াঙ্কের মতো অলরাউন্ডার দলে ঢুকতে চলেছেন।

১২ ১২

যশপ্রীত বুমরা: ফর্মে থাকা বুমরার দল থেকে বাদ পড়ার কোনও সম্ভাবনাই নেই। বোলিং বিভাগের অনেকটাই নির্ভর করবে তাঁর সাফল্যের উপর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement