চেন্নাইয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের। কিন্তু শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। এক ঝলকে দেখে নেওয়া যাক ইডেনে চেন্নাই-কেকেআর ম্যাচের কিছু মুহূর্ত। ছবি: সুদীপ্ত ভৌমিক।
কতটা প্রস্তুত মাঠ! ম্যাচ শুরুর আগে সেই আলোচনাই কি করছেন সৌরভ, লক্ষ্ণণ, সানিরা।
ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে চেন্নাই অধিনায়ক। চলছে গেম প্ল্যানিং।
খোশমেজাজে দুই অধিনায়ক। ধোনি আর কার্তিক।
বল করতে গিয়ে আঙুলে চোট পেলেন শিভম মাভি।
মারমুখী মেজাজে শেন ওয়াটসন। করলেন ২৫ বলে ৩৬ রান।
সুরেশ রায়না আউট। বোলার কুলদীপ যাদবকে নিয়ে আনন্দে টিম কেকেআর।
ইডেনের গ্যালারিতে তখন জুহি চাওলা।
ব্যাট করতে নামলেন ধোনি। গোটা স্টেডিয়াম ঝলকে উঠল মোবাইলের আলোয়।
ম্যাচে তখন চলছে কার্তিকের দাপট।
কেকেআরের জয়ের দুই স্তম্ভ। শুভমন গিল এবং অধিনায়ক দীনেশ কার্তিক।