এ বারের আইপিএলের সেরা ৫ ক্যাচ

শেষ হতে চলল এ বারের আইপিএল। আর মাত্র দুটো ম্যাচ বাকি। আর এ বারের আইপিএলের অন্যতম চর্চিত বিষয় হল ক্যাচ। প্রায় প্রতি ম্যাচেই কিছু কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী থেকেছেন দর্শকরা। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কয়েকটা ক্যাচ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ০৯:৫৭
Share:
০১ ০৬

শেষ হতে চলল এ বারের আইপিএল। আর মাত্র দুটো ম্যাচ বাকি। আর এ বারের আইপিএলের অন্যতম চর্চিত বিষয় হল ক্যাচ। প্রায় প্রতি ম্যাচেই কিছু কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী থেকেছেন দর্শকরা। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কয়েকটা ক্যাচ।

০২ ০৬

এবি ডেভিলিয়ার্স: অবশ্যই বলতে হবে এবি ডেভিলিয়ার্সের ‘স্পাইডারম্যান’ ক্যাচের কথা। একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাটি থেকে বেশ খানিকটা লাফিয়ে এক হাতে ধরা ক্যাচটা সত্যিই এখনও পর্যন্ত অন্যতম সেরা।

Advertisement
০৩ ০৬

ট্রেন্ট বোল্ট: এ বারের আইপিএলে দিল্লির ট্রেন্ট বোল্টের ক্যাচটাকে সেরার তালিকায় রাখতেই হবে। বাউন্ডারি লাইন থেকে মাত্র হাত খানেক দূরে এক অবিশ্বাস্য ক্যাচ ধরেছিলেন।

০৪ ০৬

বিরাট কোহালি: আরসিবি’র অধিনায়ক কোহালিও উঠে এসেছেন সেরা ক্যাচের তালিকায়। কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিককে এক অসাধারণ ক্যাচে ফিরিয়েছিলেন বিরাট। ম্যাচ অবশ্য জেতে নাইট রাইডার্স।

০৫ ০৬

হার্দিক পাণ্ড্য: এক জন অন্যতম সেরা ফিল্ডার হিসেবে সব সময়েই শিরোনামে থাকেন হার্দিক। এ বারের আইপিএলেও নিজের সুনাম বজায় রাখতে পেরেছেন তিনি। অসাধারণ এক ক্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরত পাঠান হার্দিক।

০৬ ০৬

রশিদ খান: হায়দরাবাদের রশিদ খানের একটি ক্যাচ নিয়ে আইপিএল-এ বেশ আলোচনা হয়। পাখির মতো বাউন্ডারি থেকে ক্যাচ ধরে সকলের নজর কাড়েন রশিদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement