IPL

নজরের টক্কর হার্দিক-ভিলিয়েনের, শেষ পর্যন্ত চোখ নামাতে বাধ্য হলেন কে?

কিংস ইলেভেন ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে মশলা ছিল প্রচুর। কিংসের হয়ে ওপেন করতে নেমে ক্রিস গেইল ঝড় তোলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৫:২৮
Share:

সেই মুহূর্ত। পাণ্ড্যর দিকে ঠান্ডা চাহনি ভিলিয়েনের। ছবি: আইপিএলের টুইটার পেজ থেকে।

কিংস ইলেভেন পঞ্জাবের হারডাস ভিলিয়েন ঠান্ডা চাহনি হানলেন মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্যর দিকে। পাণ্ড্যও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনিও কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটারের দিকে ফিরিয়ে দিলেন কড়া দৃষ্টি।

Advertisement

এ ভাবে পারস্পরিক দৃষ্টি বিনিময়ের পরে মুচকি হেসে বল করতে চলে যান ভিলিয়েন। পাণ্ড্যও এগিয়ে যান ব্যাট করার জন্য। বুধবার কিংস ইলেভেন পঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বিনা প্ররোচনায় পাণ্ড্য ও ভিলিয়েনের একে অপরের দিকে চেয়ে থাকার মুহূর্ত আইপিএলের টুইটার পেজে পোস্ট করা হয়েছে। বেশ জনপ্রিয় হয়েছে সেই পোস্ট।

কিংস ইলেভেন ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে মশলা ছিল প্রচুর। কিংসের হয়ে ওপেন করতে নেমে ক্রিস গেইল ঝড় তোলেন। পঞ্জাবের আর এক ওপেনার লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকান। বন্ধু পাণ্ড্যর ওভার থেকে ২৫ রান নেন রাহুল। পরে রান তাড়া করতে নেমে কায়রন পোলার্ড ৩১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরকম বারুদে ঠাসা ম্যাচে ভিলিয়েন ও পাণ্ড্যর এক অপরের দিকে ঠান্ডা চাহনি দেওয়ার ঘটনাও ঘটে।

Advertisement

আরও পড়ুন: কলকাতা শিবিরে নতুন নাইট, নর্তিয়েরের বিকল্প অজি পেসার

আরও পড়ুন: শরীর নিংড়ে নিচ্ছে আইপিএল, বিমানন্দরের মাটিতে ক্লান্ত ধোনির ঘুমের ছবি তুলছে প্রশ্ন

কিংস ইলেভেনের রান তাড়া করতে নেমে ১২তম ওভারের শেষ বলে ইষাণ কিষানের উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। তখনই ভিলিয়েন সটান এগিয়ে যান পাণ্ড্যর দিকে। মুম্বই অলরাউন্ডারের চোখে চোখ রাখেন। পাণ্ড্যও কিছুক্ষণ দক্ষিণ আফ্রিকান ভিলিয়েনের দিকে তাকিয়ে থাকেন। পরের ওভারটা করতে যান ভিলিয়েন। তাঁর ওভার থেকে আসে ১৫ রান। পাণ্ড্যর দিকে কেন ওই ভাবে তাকিয়েছিলেন ভিলিয়েন সেটা অবশ্য পরিষ্কার নয়।

ব্যাটসম্যানকে চাপে ফেলার জন্য অনেক সময়েই বোলাররা ঠান্ডা চাহনি দেন। ভিলিয়েনও এরকম কিছু করে থাকতে পারেন। বল করার আগে চাপে ফেলার জন্যই হয়তো ভিলিয়েন সবাইকে অবাক করে দিয়ে পাণ্ড্যর দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন