IPL 2019

সৌরভ-ধোনি মহারণ, দিল্লির পাল্টা কোন ১১ জনকে খেলাবে চেন্নাই

মহেন্দ্র সিংহ ধোনির শান্ত ও বুদ্ধিদীপ্ত ক্রিকেট মস্তিষ্ক কাজে লাগিয়েই আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে চলতি আইপিএলে প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। বিরাটের পর এবার দাদাকে টেক্কা দিতে কোন ১১ জনকে খেলাবে মাহির দল?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৯:৪২
Share:
০১ ১২

মহেন্দ্র সিংহ ধোনির শান্ত ও বুদ্ধিদীপ্ত ক্রিকেট মস্তিষ্ক কাজে লাগিয়েই আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে চলতি আইপিএলে প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। বিরাটের পর এবার দাদাকে টেক্কা দিতে কোন ১১ জনকে খেলাবে মাহির দল?

০২ ১২

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভাল খেলতে পারেননি শেন ওয়াটসন। তবে ফিরোজ শাহ কোটলার হাই স্কোরিং গ্রাউন্ডে তাঁরই ওপেন করার কথা।

Advertisement
০৩ ১২

অম্বাতী রায়ুডু নামার কথা তাঁর সঙ্গে। ধীর গতিতে হলেও দায়িত্বশীল ইনিংস খেলেছেন গত ম্যাচে।

০৪ ১২

আইপিএলে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুরেশ রায়নার নামার কথা তিনে। ২১ বলে ১৯ রান করেছেন গত ম্যাচে।

০৫ ১২

চারে নামার কথা কেদার যাদবের। ১৯ বলে জরুরি ১৩ রান করেছেন গত ম্যাচে। এই ম্যাচে চার নম্বরে খেলার কথা তাঁর।

০৬ ১২

পাঁচ নম্বরে নামতে পারেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অভিজ্ঞ নেতৃত্ব, চার জনের বদলে তিন জন বিদেশিকে নিয়ে মাঠে নেমে পড়া। এই সব মিলে ফের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেমে পড়েছে চেন্নাই।

০৭ ১২

অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা চার ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন গত ম্যাচে। তিনি ছয় নম্বরে নামতে পারেন।

০৮ ১২

সাত নম্বরে নামার কথা ডোয়েন ব্রাভোর। ডেথ ওভারে তিনি মারাত্মক। তাই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন মাহি।

০৯ ১২

দীপক চাহার নামার কথা আট নম্বরে। আরসিবির বিরুদ্ধে স্পেল ভাল ছিল তাঁর।

১০ ১২

নয় নম্বরে খেলতে পারেন শার্দূল ঠাকুর। প্রথম ম্যাচে না খেললেও অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে তাঁর নামই উঠে আসছে।

১১ ১২

দশ নম্বরে নামতে পারেন হরভজন সিংহ। ভাজ্জি গত ম্যাচে ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ।

১২ ১২

১১ নম্বরে নামার কথা ইমরান তাহিরের। গত ম্যাচে বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছেন তিনি ভাজ্জির সঙ্গে। ৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তাহির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement