IPL

রশিদ খানের কড়া চাহনিতেই কি জেগে উঠলেন ওয়াটসন? দেখুন দুই ক্রিকেটারের দৃষ্টি বিনিময়ের মুহূর্ত

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৮:০৪
Share:

ব্যাট হাতে জ্বলে উঠলেন ওয়াটসন। ছবি: এএফপি।

চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে রং কেড়ে নিলেন শেন ওয়াটসন।

Advertisement

এই ম্যাচের বল গড়ানোর আগে সোশ্যাল মিডিয়ায় ওয়াটসনকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৩ বলে ৯৬ রানের ইনিংস খেলে যাবতীয় সমালোচনার জবাব দিলেন অজি ওপেনার।

ম্যাচ চলাকালীন ওয়াটসনের সঙ্গে রশিদ খানের কড়া দৃষ্টি বিনিময়ও হয়। চেন্নাই সুপার কিংসের ইনিংসের অষ্টম ওভারে বল করতে আসেন সানরাইজার্সের স্পিনার। রশিদ খানের ওভারের দ্বিতীয় বলটাই বাউন্ডারিতে পাঠান ওয়াটসন। রশিদ খান স্পিনার হলেও তাঁর মানসিকতা ফাস্ট বোলারের মতোই। চার হজম করাটা ভাল ভাবে নেননি আফগান স্পিনার।

Advertisement

আরও খবর: নেতা সৌরভ বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট, এ বার তাঁর ছোঁয়ায় ঘুরে দাঁড়িয়েছে দিল্লি

আরও খবর: আরও পড়ুন: নিলামে চেন্নাই আমাকে আর কিনবে না তাহলে… কেন বললেন ধোনি?

ওয়াটসনের দিকে কড়া দৃষ্টি হানেন রশিদ খান। ওয়াটসন মুখে তাঁকে কিছু বলেননি। প্রতিপক্ষের স্লেজিংয়ের সঙ্গে ওয়াটসন ভালই পরিচিত। রশিদ খানের কড়া চাহনির জবাব ব্যাটেই দেন ওয়াটসন। সানরাইজার্সের স্পিনার চার ওভারে ৪৪ রান দেন। রশিদ খানকে সামলাতে বেগ পেতে হয়েছে বিপক্ষ ব্যাটসম্যানদের। এর আগে কোনও ম্যাচে চার ওভারে ৪৪ রান দেননি রশিদ। তাঁর কড়া চাহনিই কি তাতিয়ে দিয়েছিল ওয়াটসনকে? তা নিয়েই চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement