রাসিখকে খেলতে দেখে উল্লাস আশমুজি গ্রামে

রবিবার কুলগাও জেলার আশমুজি গ্রামের মানুষেরা ভিড় জমিয়েছিলেন টেলিভিশনের সামনে। জম্মু ও কাশ্মীরের তৃতীয় ক্রিকেটার হিসেবে রবিবারই আইপিএলে অভিষেক হল ১৭ বছরের রাসিখ সালাম দারের।

Advertisement

সাবির ইবন ইউসুফ

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০৩:৩১
Share:

নবাগত: রবিবার আইপিএলে অভিষেক রাসিখের। টুইটার

রবিবার কুলগাও জেলার আশমুজি গ্রামের মানুষেরা ভিড় জমিয়েছিলেন টেলিভিশনের সামনে। জম্মু ও কাশ্মীরের তৃতীয় ক্রিকেটার হিসেবে রবিবারই আইপিএলে অভিষেক হল ১৭ বছরের রাসিখ সালাম দারের।

Advertisement

এ দিন ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে এই ডানহাতি পেসারের হাতে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ তুলে দেন প্রাক্তন ভারতীয় পেসার জ়াহির খান।

মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইসে এ বার নিলাম থেকে রাসিখকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কুলগাও জেলা ক্রিকেট থেকে উত্থান এই তরুণ ডান হাতি পেসারের। গত বছরেই জম্মু ও কাশ্মীরের হয়ে রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে অভিষেক হয়েছিল রাসিখের। খেলেছে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে। পাঁচ ম্যাচে পায় চার উইকেট।

Advertisement

এর আগে ভূস্বর্গ থেকে আইপিএলে খেলেছেন পারভেজ় রসুল এবং মনজ়ুর পাণ্ডব। গত বছর কিংস ইলেভেন পঞ্জাব দলে থাকলেও তিনি একটি ম্যাচেও খেলেননি। ফলে এ বার রাসিখ আইপিএলে খেলার সুযোগ পেলেও সংশয়ে ছিলেন আশমুজি গ্রামের মানুষজন। সেই দুশ্চিন্তা কাটল রবিবার। তবে প্রথম ম্যাচে চার ওভার বল করে ৪২ রান খরচ করে কোনও উইকেট পায়নি ১৭ বছরের এই ডান হাতি পেসার।

জম্মু ও কাশ্মীরের এই তরুণ প্রতিভাকে নিয়ে টুইটারে অভিনন্দনের জোয়ার বয়ে যায়। জনৈক টুইটার হ্যান্ডলার লিখেছেন, ‘‘অভিনন্দন। আমাদের আজ গর্বিত করলে।’’ অন্য অনুরাগীর টুইট, ‘‘আশা করি, পরেও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলবে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement