আবেগপূর্ণ বিদায় বার্তা বিরাটদের

আরও এক বার শূন্য হাতেই শেষ হল তাঁর দলের আইপিএল-অভিযান। অধিনায়ক বিরাট কোহালি জানালেন, ক্রিকেটারদের তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করার অনুরোধ করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ০২:৪৯
Share:

আরও এক বার শূন্য হাতেই শেষ হল তাঁর দলের আইপিএল-অভিযান। অধিনায়ক বিরাট কোহালি জানালেন, ক্রিকেটারদের তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করার অনুরোধ করেছেন।

Advertisement

স্টার স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বলেছেন, ‘‘আমার এখনও মনে আছে, টানা ষষ্ঠ ম্যাচে হারের পরে আমরা একে অপরের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়েছিলাম।’’

আরও বলেছেন, ‘‘প্রত্যেক ম্যাচেই আমরা ৮০ শতাংশ লড়াই করেছি। ফলে শেষ পর্যন্ত আমাদের সেই লড়াই সফল হয়নি।’’

Advertisement

আরও পড়ুন: জিতলেই প্লে অফ, মুম্বই ম্যাচে দলে কি একটি পরিবর্তন করছে কেকেআর?

এ দিন ম্যাচ শেষেও প্রথম ছয় ম্যাচের ব্যর্থতা নিয়ে কথা বলেন কোহালি। কিন্তু পরের সাত ম্যাচে দল ঘুরে দাঁড়ানোয় তিনি গর্বিত। বিরাট বলেছেন, ‘‘শেষ সাত ম্যাচে যা করেছি, ঠিক সেটাই প্রথম সাত ম্যাচে করা উচিত ছিল। কিন্তু যে ভাবে আমরা ফিরে এসেছি তা সত্যি অসাধারণ।’’ তিনি আরও বলেন, ‘‘এই মরসুমে আমাদের পারফরম্যান্সে হয়তো খুশি নই, কিন্তু প্রত্যেকের চেষ্টায় আমি গর্বিত।’’

ডিভিলিয়ার্স আউট হওয়ার পরে আদৌ জেতার আশা ছিল? কোহালির উত্তর, ‘‘এ ধরনের ম্যাচ জেতানোর ক্ষমতা হেটমায়ারের আছে। সেটা জানতাম। আশা করি, আগামী মরসুমে এ ভাবেই খেলবে ও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন