IPL 2020

প্রতি বার প্রায় সম্পূর্ণ দল বদলেই বিপর্যয় ব্যাঙ্গালোরের, মত নেহরার

কোহালিদের প্রাক্তন বোলিং কোচ আশিস নেহরার মতে, কোহালি ও এবি ডিভিলিয়ার্সের উপরে ব্যাঙ্গালোর বেশি মাত্রায় নির্ভরশীল। প্রতি বারের নিলামে দলে পরিবর্তন আনা হয়। তার প্রভাব পড়ে মাঠে।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১৬:৪১
Share:

এ বারও আইপিএল ট্রফি অধরা ব্যাঙ্গালোরের। -ফাইল চিত্র।

সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার পর থেকেই সমালোচিত হয়েছেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। গৌতম গম্ভীরের মতো প্রাক্তন ক্রিকেটার দাবি করেছেন, সাফল্য পেতে হলে ব্যাঙ্গালোরের উচিত কোহালিকে নেতৃত্ব থেকে সরানো। ব্যাঙ্গালোরের এই বিপর্যয়ের কারণ কী?

Advertisement

কোহালিদের প্রাক্তন বোলিং কোচ আশিস নেহরার মতে, কোহালি ও এবি ডিভিলিয়ার্সের উপরে ব্যাঙ্গালোর বেশি মাত্রায় নির্ভরশীল। প্রতি বারের নিলামে দলে পরিবর্তন আনা হয়। তার প্রভাব পড়ে মাঠে।

নেহরা বলেছেন, “ব্যাঙ্গালোর দলের মেরুদণ্ড দু’জন। বিরাট কোহালি আর এবি ডিভিলিয়ার্স। ওদের দু'জনকে কেন্দ্র করেই সব কিছু আবর্তিত হয়। এটা সঠিক চিন্তা নয়।”

Advertisement

আরও পড়ুন: দুই পায়েই চোট, ঋদ্ধিমানের এ বারের আইপিএল অভিযান সম্ভবত শেষ

গতবার ব্যাঙ্গালোর দলে ছিলেন হেটমায়ার, মার্কাস স্টোইনিস। এ বার দলে নেওয়া হয়েছে অ্যারন ফিঞ্চকে। আগামী বারও ফিঞ্চকে দলে দেখতে চান নেহরা। তিনি বলছেন, “কোহালি ও ডিভিলিয়ার্স ছাড়া বাকিদের অন্তত ২-৩ বছর ধরে রাখা উচিত। কোহালি, ডিভিলিয়ার্স ছাড়া এই দলের আরেক মুখ যুজবেন্দ্র চহাল। এই তিন জন ছাড়া চতুর্থ কোনও মুখ নেই ব্যাঙ্গালোরে।”
নেহরার পরামর্শ, “দু'জন ছাড়া প্রতিবারের নিলামে দলে ব্যাপক পরিবর্তন আনলে সাফল্য পাওয়া সম্ভব নয়। একই দল অন্তত তিন বছর ধরে রাখা উচিত। কারণ যে কোনও দলকে দল হিসেবে তৈরি করতে সময় লাগে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন