Cricket

মানসিক সমস্যা অতীত, আইপিএল নিলামের পরদিনই প্রত্যাবর্তন পুরনো ‘ম্যাড ম্যাক্স’-এর

মানসিক অবসাদের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। পুরোদস্তুর সুস্থ হয়ে বিগ ব্যাশে ফেরেন ম্যাক্সওয়েল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৮:৪১
Share:

চেনা মেজাজে ম্যাক্সওয়েল। ছবি— টুইটার থেকে।

বিগ ব্যাশে ঝড় তুললেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল। নিলামের পরদিন ‘ম্যাড ম্যাক্স’ ৩৯ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ১০.৭৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে যে ভুল করেনি কিংস ইলেভেন পঞ্জাব, তা শুক্রবার বুঝিয়ে দিলেন ম্যাক্সওয়েল।

Advertisement

মানসিক অবসাদের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। পুরোদস্তুর সুস্থ হয়ে বিগ ব্যাশে ফেরেন ম্যাক্সওয়েল। বাইশ গজে ব্যাট হাতে নেমে অজি-তারকা ধরা দেন চেনা মেজাজে।

শুক্রবার বিগ ব্যাশে খেলা ছিল মেলবোর্ন স্টার্স ও ব্রিসবেন হিট-এর। প্রথমে ব্যাট করে মেলবোর্ন স্টার্স ২০ ওভারে করে সাত উইকেটে ১৬৭ রান। ম্যাক্সওয়েলের ইনিংস সাজানো ছিল ৭টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারিতে।

Advertisement

মেলবোর্ন স্টার্স দলে একমাত্র ম্যাক্সওয়েলই সফল। বাকিরা কেউই রান পাননি। সেই রান তাড়া করতে নেমে ব্রিসবেন হিট আট উইকেটে ১৪৫ রান করে ম্যাচটা হেরে যায়। ব্রিসবেন হিটের ওপেনার টম ব্যান্টনকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। রান তাড়া করতে নেমে তিনি একমাত্র লড়লেন। ৩৬ বলে ৬৪ রান করলেও তিনি হারাতে পারেননি ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্সকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement