Mumbai Indians

এগিয়ে রাখছি মুম্বইকেই

শেষ ম্যাচে সানরাইজ়ার্সের কাছে মুম্বই দশ উইকেটে হারলেও বোলিংয়ে সেরাদের বিশ্রাম দিয়েছিল।

Advertisement

কৃষ্ণমাচারী শ্রীকান্ত

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০৫:১৪
Share:

ছবি পিটিআই।

সাম্প্রতিক ফর্মের বিচারে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্সকেই আমি ফেভারিট মনে করছি। গত বারের চ্যাম্পিয়ন দলে যে কোনও বোলিং আক্রমণকে উড়িয়ে দেওয়ার মতো ব্যাটিং শক্তি রয়েছে। এবং, সেটা ম্যাচের যে কোনও সময়ে, যে কোনও পরিস্থিতিতে। উপরের দিকে দারুণ ব্যাটসম্যান রয়েছে মুম্বইয়ের। সকলে ছন্দেও রয়েছে। হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ড ব্যাট করতে আসছে ছয় ও সাত নম্বরে। প্রতিপক্ষ বোলিং বিন্দুমাত্র উদ্বেগহীন থাকতে পারবে না। সেই সঙ্গে দুর্ধর্ষ বোলিং।

Advertisement

শেষ ম্যাচে সানরাইজ়ার্সের কাছে মুম্বই দশ উইকেটে হারলেও বোলিংয়ে সেরাদের বিশ্রাম দিয়েছিল। যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টরা আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফিরবে। মুম্বইয়ের নতুন বলের বোলারেরা দারুণ ছন্দে রয়েছে। স্পিন বিভাগ খারাপ করছে না। এবং, সেই সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং। আমার মতে, চলতি আইপিএলে মুম্বইকে হারানোই সব চেয়ে কঠিন। তুলনায় দিল্লির ফর্ম ভাল-মন্দ মিশিয়ে গিয়েছে। দারুণ শুরু করেও সেই গতি ধরে রাখতে পারেনি। দিল্লির বোলিংও খুব ভাল কিন্তু শেষের কয়েকটি ম্যাচে সেই ফর্ম দেখা যাচ্ছে না। ব্যাটিংয়ে উপরের দিকে বড্ড বেশি শিখর ধওয়ন নির্ভরতাও চিন্তায় রাখবে দিল্লি অধিনায়ক শ্রেয়স আয়ারকে। হাড্ডাহাড্ডি ম্যাচ জেতার রসায়নটাও যেন মুম্বই বেশি জানে। কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠার মতো ম্যাচউইনার ওদের বেশি আছে। আমার মনে হয়, প্লে-অফে রান তাড়া করার চেয়ে প্রথমে ব্যাট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। (টিসিএম)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন