COVID-19

রাজস্থান রয়্যালসের পর কোভিড মোকাবিলায় সাহায্য করল দিল্লি ক্যাপিটালসও

এর আগে নেটমাধ্যমে বিবৃতি দিয়ে রাজস্থান রয়্যালস জানিয়ে দেয় ৭.৫ কোটি টাকা অনুদান দেবে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১২:৫৮
Share:

সাহায্যের হাত বাড়াল দিল্লি ক্যাপিটালস ফাইল চিত্র

রাজস্থান রয়্যালসের পর করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বড় অঙ্কের সাহায্যের কথা ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দিল্লির দুটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে মোট দেড় কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানায় দিল্লি ক্যাপিটালস।

Advertisement

এর আগে নেটমাধ্যমে বিবৃতি দিয়ে রাজস্থান রয়্যালস জানিয়ে দেয় ৭.৫ কোটি টাকা অনুদান দেবে তারা। করোনা আক্রান্তদের সাহায্যে এই টাকা খরচ করা হবে। রাজস্থান রয়্যালসের তরফ থেকে আরও বলা হয়, প্রাথমিক প্রয়োজনের কথা মাথায় রেখে অক্সিজেন জোগানের দিকেই নজর রাখছে তারা।

বিবৃতিতে দিল্লি ক্যাপিটালস লেখে, ‘দিল্লি ক্যাপিটালস জিন্দাল স্টিল ও জিএমআর ফাউন্ডেশনের তরফ থেকে ১.৫ কোটি টাকা তুলে দেওয়া হল দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা উদয় ফাউন্ডেশন ও হেমকুন্ত ফাউন্ডেশনের হাতে। এই টাকা প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন ও কোভিড রোগিদের সাহায্যে কাজে লাগানো হবে’।

Advertisement

আইপিএল-এর এই দুই দল ছাড়াও ১ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন সচিন তেন্ডুলকর। সাহায্যের হাত বাড়িয়েছেন ব্রেট লি, প্যাট কামিন্সের মতো বিদেশিরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন