MS Dhoni

IPL 2021: ধোনিদের হারিয়ে রোনাল্ডোর মত উৎসব, অভিষেকেই নজর কাড়লেন রিপাল

ব্যাট হাতে ২০ বলে ১৮ রানের ইনিংস খেলেন দিল্লির এই অলরাউন্ডার। তবে বল করার সুযোগ পাননি রিপাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৮:০২
Share:

রিপাল পটেল টুইটার

সোমবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল-এ লিগ শীর্ষে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জেতার পর সাজঘরে সকলকে চমকে দিলেন রিপাল পটেল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে যেমন উৎসব করেন, ঠিক তেমনই করে দেখালেন দিল্লির অভিষেককারী।

Advertisement

নেটমাধ্যমে দিল্লি ক্যাপিটালসের শেয়ার করা ভিডিয়োতে রিপালকে পর্তুগিজ তারকার নকল করতে দেখা যায়। তবে শুধু রিপাল নন, আনন্দে মেতে উঠেছিলেন পৃথ্বী শ, আবেশ খান, অক্ষর পটেল ও ইশান্ত শর্মাও।

ব্যাট হাতে ২০ বলে ১৮ রানের ইনিংস খেলেন দিল্লির এই অলরাউন্ডার। তবে বল করার সুযোগ পাননি রিপাল।

Advertisement

রোনাল্ডোর মত উৎসবে মাতলেন রিপল টুইটার

সোমবারই মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে অভিষেক করেছিলেন রিপাল। আর সেই ম্যাচেই মাহির দলকে তিন উইকেটে হারিয়ে শীর্ষে চলে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় দিল্লির ক্রিকেটারদের। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement