IPL 2021

কী কী কারণে এ বার আইপিএলে ঘুরে দাঁড়াতে পারেন মহেন্দ্র সিংহ ধোনিরা?

গত বছরের প্রতিযোগিতা দুর্বিষহ গিয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১৫:০১
Share:

এ বার ঘুরে দাঁড়াতে পারবেন ধোনিরা? ফাইল ছবি

আইপিএলের অন্যতম সফল দল তারা। কিন্তু গত বছরের প্রতিযোগিতা দুর্বিষহ গিয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে। আট দলের প্রতিযোগিতায় ১৪ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে শেষ করতে হয়েছে সপ্তম স্থানে। এ বার নিলামে একাধিক নতুন মুখ দলে নিয়ে পরিস্থিতি বদলাতে মরিয়া মহেন্দ্র সিংহ ধোনির দল। কী কী কারণে এ বার ঘুরে দাঁড়াতে পারে চেন্নাই, তা একনজরে দেখা হল:

Advertisement

মিডল অর্ডারে নতুন শক্তি

সুরেশ রায়নার অনুপস্থিতিতে গত বছর মিডল অর্ডারে ব্যাপক ভুগেছিল চেন্নাই। কেদার যাদব বা ধোনি কেউই সে ভাবে সফল হতে পারেননি। ডোয়েন ব্র্যাভোর অফ ফর্ম এবং চোট সমস্যা জটিল করে তুলেছিল। এ বার রায়না ফিরছেন। পাশাপাশি মইন আলি এবং কৃষ্ণাপ্পা গৌতমের উপস্থিতি দলে ভারসাম্য আনতে পারে।

Advertisement

শক্তিশালী স্পিন বিভাগ

হরভজন সিংহকে এ বার ছেড়ে দিয়েছে চেন্নাই। ছাড়া হয়েছে পীযূষ চাওলাকেও। কিন্তু ইমরান তাহির, কর্ণ শর্মা, রবীন্দ্র জাডেজা এবং আর সাই কিশোর এ বার রয়েছেন। পাশাপাশি মইন এবং গৌতম তো রয়েছেনই এই চারজনকে সাহায্য করতে। ফলে চেন্নাইয়ের স্পিন বিভাগ এ বার শক্তিশালী।

দলে ভাল মানের অলরাউন্ডার

গত বার এই জায়গাতেও ভুগেছিল ধোনির দল। অধিনায়ক নিজেও জ্বলে উঠতে পারেননি। তবে এ বার জাডেজা, স্যাম কারেন, ডোয়েন ব্র্যাভো, মিচেল স্যান্টনার রয়েছেন। কৃষ্ণাপ্পা গৌতমের প্রতি ম্যাচেই খেলার সম্ভাবনা। বিদেশি হিসেবে মইন নিতে পারেন ব্র্যাভোর জায়গা। সব মিলিয়ে, ব্যাট-বল হাতে চমক দেখাতে পারেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement