IPL 2021

পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমেই নজির গড়ে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি

২০০৮-এ প্রথম মরশুম থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ২১:৫৪
Share:

শুক্রবারের ম্যাচে ধোনি। ফাইল ছবি

শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফের এক বার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে নেমেছেন তিনি। সেই দিনেই নতুন নজির গড়ে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকে-র জার্সি গায়ে ২০০টি ম্যাচ খেলার নজির তৈরি করলেন। সিএসকে-র হয়ে এত ম্যাচ খেলার নজির আর কারওর নেই।

Advertisement

২০০৮-এ প্রথম মরশুম থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে দু’বছর তারা নির্বাসিত থাকায় খেলেছিলেন অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে। তাদের হয়ে ৩০টি ম্যাচ খেলেছিলেন ধোনি। চেন্নাইয়ের হয়ে ২০০ ম্যাচ অবশ্য শুধু আইপিএলে নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও রয়েছে। সেই প্রতিযোগিতাও বাতিল হয়েছে বেশ কয়েক বছর হল। চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলায় ধোনির পরে রয়েছেন সুরেশ রায়না (১৯০), রবীন্দ্র জাডেজা (১৩২), রবিচন্দ্রন অশ্বিন (১২১) এবং সুব্রহ্মনিয়ম বদ্রিনাথ (১১৪)।

নেতৃত্ব দিয়ে চেন্নাইকে তিন বার আইপিএল জিতিয়েছেন ধোনি। চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন দু’বার। আজ পর্যন্ত এক বারই খেললেও অধিনায়কত্ব করেননি ধোনি। তা হল ২০১২-র চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে। সেই ম্যাচে নেতৃত্ব দেন সুরেশ রায়না। ধোনিকে সেই ম্যাচে বল করতে দেখা গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement