IPL

দলে হরভজন না বরুণ? ৪ বিদেশি কারা? দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ০০:৪৩
Share:
০১ ১২

শুরু হয়ে গিয়েছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। ধারা বজায় রেখে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরেছে ধোনির চেন্নাই । টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ? অভিজ্ঞ হরভজন সিংহ না বরুণ চক্রবর্তী, প্রথম দলে সুযোগ পাবেন কোন স্পিনার? দেখে নেওয়া যাক নাইটদের প্রথম একাদশ।

০২ ১২

শুভমন গিল: তরুণ এই ওপেনার গত বারের আইপিএলে দলের হয়ে সব চেয়ে বেশি রান করেছিলেন। এ বারেও তাঁর ব্যাটে নিয়মিত রান চাইবে কলকাতা।

Advertisement
০৩ ১২

রাহুল ত্রিপাঠি: গত আইপিএলে শুভমনের সঙ্গী বাছা নিয়ে সমস্যায় পড়েছিল কলকাতা। তবে প্রথম ম্যাচে হয়তো রাহুলকেই ওপেন করতে দেখা যাবে।

০৪ ১২

নীতীশ রানা: তাঁর ব্যাট থেকেও নিয়মিত রান এসেছিল গত আইপিএলে। নাইটদের ৩ নম্বরে এ বারও সম্ভবত তাঁকেই দেখা যাবে।

০৫ ১২

অইন মর্গ্যান: গত বার টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন। এ বারে শুরু থেকেই দলের দায়িত্ব তাঁর কাঁধে। বিশ্বকাপজয়ী অধিনায়ক নাইটদের আইপিএল জেতাতে পারেন কি না সেটাই দেখার।

০৬ ১২

দীনেশ কার্তিক: অধিনায়ক নন, এ বার তিনি শুধুই উইকেটরক্ষক। চাপমুক্ত কার্তিককে ফিনিশার হিসাবে দেখতে চাইবে দল।

০৭ ১২

শাকিব অল হাসান: ফের নাইটদের দলে ফিরেছেন শাকিব। ২০১৯ বিশ্বকাপের মঞ্চে নিজেকে ব্যাটে, বলে মেলে ধরেছিলেন তিনি। এ বারের নাইটদের দলের অন্যতম ভরসা তিনিই।

০৮ ১২

আন্দ্রে রাসেল: চোটের জন্য ভুগেছেন গত বার। তাঁর অফ ফর্মে ভুগেছে দলও। এ বার ফের নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে ক্যারিবীয় অলরাউন্ডারের উপর।

০৯ ১২

প্যাট কামিন্স: বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। গত বার ১৪ ম্যাচে নিয়েছিলেন ১২টি উইকেট। এ বারেও বল হাতে শুরুতে ধাক্কা দিতে তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।

১০ ১২

হরভজন সিংহ: ২ কোটি টাকা খরচ করে পঞ্জাবের অভিজ্ঞ স্পিনারকে নিয়েছে কলকাতা। যে কোনও পরিস্থিতিতে বিপক্ষের রান আটকে দেওয়ার ক্ষমতা রয়েছে দেশের এক সময়ের সেরা এই অফস্পিনারের।

১১ ১২

বরুণ চক্রবর্তী: চেন্নাইয়ের মন্থর ট্র্যাকে সম্ভবত বাড়তি স্পিনার নিয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স। সে ক্ষেত্রে গত বার নাইটদের অন্যতম সেরা স্পিনারকে দলে দেখা যেতেই পারে।

১২ ১২

প্রসিদ্ধ কৃষ্ণ: ভারতীয় দলে অভিষেক হয়েছে কিছু দিন আগে। সেই অভিজ্ঞতা যে আইপিএলেও কাজে লাগবে তা বলাই বাহুল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement