rohit sharma

IPL 2021: কলকাতার বিরুদ্ধে নতুন নজির গড়লেন রোহিত শর্মা

দশম ওভারে ৩৩ রান করে সুনীল নারাইনের বলে আউট হন রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:০২
Share:

রোহিত শর্মা টুইটার

আইপিএল-এ নতুন নজির গড়লেন রোহিত শর্মা। একমাত্র ব্যাটসম্যান হিসেবে কোনও একটি দলের বিরুদ্ধে ১০০০ রান করার রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন তিনি।

Advertisement

ওপেন করতে নেমে ম্যাচের চতুর্থ ওভারে কেকেআর-এর বিরুদ্ধে ১০০০ রান পূর্ণ করেন তিনি। বরুণ চক্রবর্তীর ওভারে পর পর দুটি চার মারেন রোহিত। এরপর মিড উইকেটে বল মেরে এক রান নিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

দশম ওভারে ৩৩ রান করে সুনীল নারাইনের বলে আউট হন রোহিত। পাওয়ার প্লে-র শেষে মুম্বইয়ের রান ছিল বিনা উইকেটে ৫৬। তাদের ইনিংস শেষ হয় ১৫৫ রানে।

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোট ৯৪৩ রান করেছেন ডেভিড ওয়ার্নার। কেকেআর-এর বিরুদ্ধে তাঁর রান ৯১৫। তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯০৯ রান করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন