IPL 2021

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন

ম্যাচ জিততে না পারলেও একাধিক কীর্তি রাজস্থান অধিনায়কের দখলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১১:২৯
Share:

পঞ্জাব কিংসের বিরুদ্ধে সঞ্জু স্যামসন। ছবি: টুইটার থেকে

রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে খেলতে নেমেই শতরান করলেন সঞ্জু স্যামসন। ম্যাচ জেতাতে না পারলেও আইপিএল-এ তৃতীয় শতরান করে ফেললেন তিনি। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই শতরান করার রেকর্ডও গড়ে ফেললেন রাজস্থান অধিনায়ক।

Advertisement

বিরাট কোহলী ছাড়া সঞ্জুই এক মাত্র ভারতীয় ব্যাটসম্যান যাঁর দুটোর বেশি শতরান রয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সোমবার ৬৩ বলে ১১৯ রান করেন সঞ্জু। আইপিএল-এ এটি তাঁর ৩ নম্বর শতরান। ম্যাচ জিততে যদিও তা যথেষ্ট ছিল না। সঞ্জুর ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ৭টি ছয় দিয়ে। শেষ বলে ম্যাচ জিততে দরকার ছিল ৫ রান। ছয় মেরে ম্যাচ জেতাতে গিয়ে আউট হন তিনি। ২০১৭ এবং ২০১৯ সালের আইপিএল-এ শতরান করেছিলেন সঞ্জু।

আইপিএল-এ সব চেয়ে বেশি শতরান রয়েছে ক্রিস গেলের দখলে। ৬টি শতরান করেছেন তিনি। কোহলী করেছেন ৫টি শতরান। ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসনের দখলে রয়েছে ৪টি করে শতরান। সোমবারের শতরানের পর সঞ্জু ছুঁয়ে ফেললেন ৩টি শতরান করা এবি ডি’ভিলিয়ার্সকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন