ধোনি

১৫০ কোটি টাকা! আগামী আইপিএলে নয়া রেকর্ড গড়তে চলেছেন ধোনি

করোনার প্রকোপ কিছুটা কমায় চলতি বছরের আইপিএল ভারতে করার জন্য মরিয়া বিসিসিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৮:৫৯
Share:

আয়ের ভিত্তিতে রোহিত, কোহালিকে টেক্কা দিতে চলেছে মাহি। ছবি টুইটার

করোনার প্রকোপ কিছুটা কমায় চলতি বছরের আইপিএল ভারতে করার জন্য মরিয়া বিসিসিআই। এর মধ্যেই আইপিএলে নয়া রেকর্ড গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। এই বছরের আইপিএলে আয়ের ভিত্তিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিতে চলেছেন মাহি।

Advertisement

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে প্রাক্তন ভারত অধিনায়কের আয় ১৫০ কোটিরও বেশি হতে পারে। গত ১৩টি আইপিএলে মোট রোজগারের নিরিখে রোহিত, কোহালিদের পিছনে ফেলেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তাঁর মোট রোজগার ১৩৭ কোটিরও বেশি।

প্রথম তিন মরশুমে মোট ১৮ কোটি টাকা পেয়েছিলেন ধোনি। পরের তিন মরশুমে ৮.২৮ কোটি টাকা করে মোট ২৪.৮৪ কোটি টাকা রোজগার করেছিলেন তিনি। তাঁর দারুণ পারফরম্যান্সের কারণে ২০১৪ ও ২০১৫ মরশুমে মোট ২৫ কোটি টাকা পান মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তাঁর বেতন বেড়ে হয় ৪৫ কোটি টাকা। ২০২১ সালে ১৫ কোটি টাকা পেতে চলেছেন তিনি।

Advertisement

আরও খবর: অস্ট্রেলিয়ার মাটিতে নয়া রেকর্ড গড়লেন রোহিত-শুভমন

আরও খবর: রাহানের আউটের আবেদন নিয়ে বিতর্ক তৈরি করলেন মার্নাস লাবুশেন

আইপিএলে আয়ের নিরিখে তাঁর পিছনে আছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের রোজগারের পরিমাণ ১৩১ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহালি। কোহালির উপার্জন ১২৬ কোটি টাকা। সুরেশ রায়না ও এবি ডি’ভিলিয়ার্সের আয় এ বছর ১০০ কোটি ছুঁতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন