৬ উইকেটে কলকাতাকে হারিয়ে ইতিহাস দখলেই রাখল মুম্বই

ইতিহাস এবারও থাকল মুম্বই ইন্ডিয়ান্সের দখলেই। ১৬টি ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতার দখলে ছিল মাত্র ৫। মুম্বইয়ের তালিকায় যোগ হল আরও এক জয়। ৬ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল-এ প্রথম জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ২২:০৩
Share:

কলকাতা নাইট রাইডার্স ১৮৭/৫ (২০ ওভার)

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স ১৮৮/৪ (১৯.১/২০ ওভার)

৫ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের

Advertisement

ইতিহাস এবারও থাকল মুম্বই ইন্ডিয়ান্সের দখলেই। ১৬টি ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতার দখলে ছিল মাত্র ৫। মুম্বইয়ের তালিকায় যোগ হল আরও এক জয়। ৫ বল বাকি থাকতে ৬ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএল-এ প্রথম জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল কেকেআর-কে। দুই অধিনায়কের দাপটের মধ্যে এদিন বাজিমাত রোহিতেরই।

নবম আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুম্বইয়ের সামনে ১৮৮ রানের টার্গেট রেখেছে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে এদিন হোম টিমকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে এসে মাত্র ৮ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান রবিন উথাপ্পা। কিন্তু প্রথম ম্যাচের মতো অধিনায়কচিত ঢঙেই ব্যাট করে দলকে ভরসা দেন গৌতম গম্ভীর। পাণ্ডিয়ার বলে আউট হওয়ার আগে ৫২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন মণীশ পাণ্ডে ও আন্দ্রে রাসেল। ২৯ বলে ৫২ রান করেন পণ্ডে। রাসেলের সংগ্রহ ৩৬। নির্ধারিত ওভারে কেকেআর ৫ উইকেটে তোলে ১৮৭। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুটো উইকেট নেন ম্যাকক্লেনাঘেন। একটি করে উইকেট পাণ্ডিয়া ও হরভজন সিংহর। রান আউট হন মুনরো।

জবাবে ব্যাট করতে নেমে কেকেআর-এর বিরুদ্ধে জয়ের তালিকায় আরও একটি ম্যাচ যোগ করে নিল মুম্বই। ওপেন করতে নেমে ৫৪ বলে ৮৪ রান করে অপরাজিত থাকলেন রোহিত শর্মা। আর এক ওপেনার পার্থিব পটেল ২৩ রানে আউট হয়ে যাওয়ার পর হার্দিক পাণ্ডিয়াও ভরসা দিতে ব্যর্থ। ৯ রান করে প্যাভেলিয়নে ফিরে যান তিনি। ম্যাকক্লেনাঘান ২০ রান করে ফেরার পর রোহিতকে সঙ্গ দেন জেসি বাটলার। তিনি করেন ২২ বলে ৪১ রান। বাটলার আউট হওয়ার পর সেই ওভারেই রাসেলকে পর পর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে মুম্বইকে জয় এনে দেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারের প্রথম বলে জয় সূচক রানটি নেন পোলার্ড। ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা।

আরও খবর

এপ্রিলের পর মহারাষ্ট্রে আর নয় আইপিএল, নির্দেশ আদালতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন