পিছোল আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের শুনানি

পিছিয়ে গেল আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের শুনানি। আগামী ২৫ জুলাই ওই মামলার শুনানি হবে পাতিয়ালা হাউস কোর্টে। সোমবার এই মামলার চার্জ গঠনের কথা ছিল। দিল্লির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক নীনা বনশল জানান, নির্দেশনামার কপি তৈরি না হওয়ায় চার্জ গঠন সম্ভব হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ১২:২৭
Share:

পিছিয়ে গেল আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের শুনানি। আগামী ২৫ জুলাই ওই মামলার শুনানি হবে পাতিয়ালা হাউস কোর্টে। সোমবার এই মামলার চার্জ গঠনের কথা ছিল। দিল্লির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক নীনা বনশল জানান, নির্দেশনামার কপি তৈরি না হওয়ায় চার্জ গঠন সম্ভব হয়নি।

Advertisement

গত ২৩ মে আদালত চার্জ গঠনের জন্য এই দিনটি ধার্য করে। সেই সঙ্গে অভিযুক্তদের আইনজীবীদের বলা হয় এ বিষয়ে কোনও বক্তব্য থাকলে তাঁরা যেন ৬ জুনের মধ্যে লিখিত ভাবে আদালতকে জানান।

আদালতের তত্ত্বাবধানে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এই স্পট ফিক্সিং নিয়ে তদন্ত শুরু করে। ৪২ জনের নামে একটি চার্জশিট তৈরি করে তারা। যার মধ্যে শ্রীসন্থ, অঙ্কিত চহ্বণ, অশোক চান্ডিলা ছাড়াও নাম রয়েছে দাউদ ইব্রাহিম এবং তার শাগরেদ ছোটা শাকিলের। ওই চার্জশিটে যে ক’জনের নাম রয়েছে তার মধ্যে ৬ জন পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement