2021 T20 World Cup

আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের দাবি তুললেন ইয়ান চ্যাপেল

অতীতেও এ ভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ার ঘটনার কথা তুলে এনেছেন চ্যাপেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৯:৫৩
Share:

ইয়ান চ্যাপেল। ফাইল ছবি

যে ভাবে ভারতে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়ে চলেছে, তাতে আইপিএল থমকে যেতই। এমনই মনে করছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যানের মতে আইপিএল বন্ধ হওয়ার ঘটনা দেখিয়ে দিল অতিমারির মধ্যে খেলা চালিয়ে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ।

Advertisement

এক ক্রিকেট ওয়েবসাইটের কলামে চ্যাপেল লিখেছেন, ‘কোভিড সংক্রমণ এবং মানুষের মৃত্যু, ক্রিকেটারদের করোনা ধরা পড়া, এই ঘটনা প্রমাণ করে দিল ক্রিকেট খেলার ঝুঁকি কতটা। এই ধ্বংসাত্মক পরিবেশে আইপিএল বন্ধ হওয়ার ঘটনা এটাও কার্যত নিশ্চিত করল যে টি২০ বিশ্বকাপও হয়তো বাতিল অথবা অন্যত্র সরানো হতে পারে’।

অতীতেও এ ভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ার ঘটনার কথা তুলে এনেছেন চ্যাপেল। লিখেছেন, ‘১৯৭০-৭১ সালে প্রবল বৃষ্টির কারণে এমসিজি-তে বক্সিং ডে টেস্টে একটাও বল খেলা হয়নি। তারপরেই ক্ষতিপূরণের টাকা তুলতে দু’দেশের সম্মতিতে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচ খেলা হয়। এরপর ২০০৬-এর পাকিস্তানের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠায় ওরা মাঠে নামতে চায়নি’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন