Mahipal Lomror

এই দেশীয় তারকাদের দিকে নজর রাখুন এ বারের আইপিএলে

আইপিএল। ক্রিকেটের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ক্রিকেট শো। যা অনেক অপরিচিতকে বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দিয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৫
Share:
০১ ০৬

আইপিএল। ক্রিকেটের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ক্রিকেট শো। যা অনেক অপরিচিতকে বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দিয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই কয়েকজন ঘরোয়া ক্রিকেটারকে যাঁদের দিকে নজর থাকবে এ বার।

০২ ০৬

প্রথমেই এই তালিকায় রাখতে হবে চেন্নাই সুপার কিংসের ধ্রুব শোরেকে। ঘরোয়া টি-২০ ক্রিকেটে দিল্লির এই ব্যাটসম্যানের গড় বেশ ভাল। মুস্তাক আলি ট্রফিতে তাঁর গড় ৬০-এর বেশি, স্ট্রাইক রেট ১৪১.৫৮।

Advertisement
০৩ ০৬

আকাশদীপ নাথ। কিঙ্গস ইলেভন পঞ্জাবের অন্যতম ভরসা। মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রয়োজেন উইকেটের পিছনেও দাঁড়াতে পারেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্যান্স। উত্তরপ্রদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রিকেটারটি এ বছর বিজয় হাজারে ট্রফিতে রাজ্যের দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনটি অর্ধশত রানও করেছেন আকাশদীপ।

০৪ ০৬

এ বার রাজস্থান রয়্যালস যাঁদের উপর তাকিয়ে রয়েছে তাঁদের মধ্যে অন্যতম অলরাউন্ডার মহিপাল লোমরোর। রাজস্থানের হয়ে এ বারে বিজয় হাজারে ট্রফিতে ১৮ বছরের এই বাঁ হাতি ব্যাটসম্যানের গড় ৪৯.২। অন্য দিকে মুস্তাক আলি ট্রফিতে তাঁর গড় ২৫.৪। গত বার অনূর্ধ্ব ১৯ দলের প্রতিনিধি ছিলেন তিনি।

০৫ ০৬

এ বারের আইপিএল-এ র‌্যয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম ভরসা কুলবন্ত খেজরোলিয়া। দিল্লির বাঁ হাতি এই মিডিয়াম পেস বোলারের দাপট বেশ ভাল ভাবেই বোঝা গিয়েছে বিজয় হাজারে ট্রফিতে। এখনও পর্যন্ত এ বারের বিজয় হাজারে ট্রফিতে ১২টি উইকেট নিয়েছেন তিনি। অন্য দিকে, সইদ মুস্তাক আলি ট্রফির ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন কুলবন্ত।

০৬ ০৬

সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি মিডিয়াম পেসার খলিল আহমদের ঘরোয়া ক্রিকেটে সাফল্য বেশ চমকপ্রদ। ঘরোয়া টি-২০ সিরিজ সইদ মুস্তাক আলি ট্রফিতে নিজ রাজ্য রাজস্থানের হয়ে ১০ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে খলিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement