IPL 2024

ধোনিদের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন, লখনউয়ের কাছে হেরে সমালোচিত চেন্নাইয়ের অধিনায়ক

চলতি আইপিএলে রবীন্দ্র জাডেজার তুলনায় অনেক ভাল খেলছেন শিবম দুবে। মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে শিবমের ৬৬ রান নজর কেড়েছে। তবু শিবমকে পাঁচে নামানোর জন্য সমালোচিত হতে হল রুতুরাজ গায়কোয়াড়কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৫:৩৮
Share:

রুতুরাজ গায়কোয়াড়। ছবি: আইপিএল

চলতি আইপিএলে ব্যাট হাতে খুব একটা ভাল ফর্মে নেই রবীন্দ্র জাডেজা। তুলনায় অনেক ভাল খেলছেন শিবম দুবে। মঙ্গলবার লখনউয়ের বিরুদ্ধে দল হারলেও শিবমের ৬৬ রান নজর কেড়ে নিয়েছে। তবু শিবমকে পাঁচে নামানোর জন্য সমালোচিত হতে হল রুতুরাজ গায়কোয়াড়কে। চেন্নাইয়ের অধিনায়ক অবশ্য নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন।

Advertisement

মঙ্গলবার জাডেজা ১৯ বলে ১৬ রান করেন। স্ট্রাইক রেট ১০০-রও কম। পরে নেমে শিবম ২৭ বলে ৬৬ করেন। তাঁর ইনিংসে ভর করে দুশো পেরিয়ে যায় চেন্নাই। কেন জাডেজাকে পরে নামানো হল সে প্রসঙ্গে রুতুরাজ বলেছেন, “জাডেজার ব্যাটিং পজিশন চার নম্বরেই। পাওয়ার প্লে-র মধ্যে দুটো উইকেট চলে গেলে জাডেজা নামবে এমনটাই ঠিক রয়েছে। পাওয়ার প্লে-র পরে দ্বিতীয় উইকেট পড়লে সে ক্ষেত্রে শিবমকে নামানো হয়। আমরা তো জোর করে কাউকে পরে আউট করাতে পারি না। তাই পরিকল্পনা যেমন ছিল তেমনই হয়েছে।”

রুতুরাজ নিজে শতরান করেছেন। তার পর শিবমে ওই ইনিংস। তা সত্ত্বেও চেন্নাইয়ের অধিনায়ক স্বীকার করেছেন, রান ধরে রাখার ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন না। রুতুরাজের কথায়, “সত্যি বলতে, যথেষ্ট রান তুলেছি এটা কখনও মনে হয়নি। যে ভাবে শিশির পড়ছিল, তাতে আমাদের রান গড়পরতা মনে হয়েছিল। আগের দুটো অনুশীলনেও সেটা দেখেছিলাম। তাই জানতাম ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গড়াতে পারে। তবে লখনউকে অভিনন্দন। ওদের ব্যাটিং আমাদের কোনও সুযোগই দেয়নি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন